ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীর সাড়ে ছয় হাজার গ্রাহককে ফ্রি সবজি বীজ দিচ্ছে জনতা ব্যাংক

প্রকাশিত: ২২:৫৪, ১৩ জুন ২০২০

রাজশাহীর সাড়ে ছয় হাজার গ্রাহককে ফ্রি সবজি বীজ দিচ্ছে জনতা ব্যাংক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাগমারার ভটখালী গ্রামের গৃহবধূ জিন্নাতুন নেছা (২৮) বিদেশ থাকা স্বামীর পাঠানো টাকা নিতে এসেছিলেন জনতা ব্যাংকের ভবানীগঞ্জ শাখায়। প্রয়োজনীয় প্রমাণাদিসহ শেষে হাতে ধরিয়ে দেয়া টাকা হয় স্বামীর পাঠানো টাকা। সঙ্গে কয়েকটি সবজি বীজের প্যাকেট। এতেই অবাক হয়ে যান তিনি। পরে তাকে জানানো হয় বাড়ির উঠানে চাষ করার জন্য জনতা ব্যাংক বিনামূল্যে এসব সবজি বীজ বিতরণ করছেন। জানার পর বীজ নিয়ে খুশি হয়ে বাড়ি ফেরেন ওই গৃহবধূ। শুধু তিনি একা নন তার মতো অনেকেই টাকার সঙ্গে উপহার পাচ্ছেন সবজি বীজের প্যাকেট। ‘এক ইঞ্চি জমিও অনাবাদি রাখবেন না ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা বাস্তবায়নে এই উদ্যোগ নিয়েছে জনতা ব্যাংক। জনতা ব্যাংক রাজশাহী অঞ্চলের উদ্যোগে গত ১ জুন থেকে শুরু হয়েছে ‘সবুজে ভরা আঙ্গিনা’ স্লোগানে সবজি বীজ বিতরণ। বর্ষাকালজুড়ে চলবে এই কার্যক্রম। রাজশাহী অঞ্চলের প্রায় সাড়ে ছয় হাজার গ্রাহককে এসব বীজ দেয়া হবে। তবে এর সংখ্যা আরও বাড়বে বলে জানানো হয়েছে। ব্যাংকের গ্রাহকদের মধ্যে বিতরণ করা হচ্ছে ঢেঁড়স, ডাটা, লাউ, মিষ্টি কুমড়া, চালকুমড়া, পেঁপে, শশা, ঝিঙা, বেগুনসহ ১০ রকমের সবজি বীজ। ব্যাংকে সেবা নিতে আসা গ্রাহকদের ডেকে আপ্যায়নের বদলে এসব বীজ দেয়া হচ্ছে। প্রবাসী ব্যক্তিদের স্বজন ছাড়াও বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী গ্রাহকদের অগ্রাধিকার দেয়া হচ্ছে বীজ প্রাপ্তির তালিকায়। টাকার সঙ্গে তাদের হাতে ধরিয়ে দেয়া হচ্ছে বীজের প্যাকেট। উপজেলার ভবানীগঞ্জ, তাহেরপুর, হাটগাঙ্গোপাড়া, বীরকুৎসা ও মোহনগঞ্জ শাখার মাধ্যমে ইতোমধ্যে ১২০০ জনকে দেয়া হয়েছে এসব বীজের প্যাকেট। জনতা ব্যাংক ভবানীগঞ্জ শাখার ব্যবস্থাপক সাজাহান মিয়া বলেন, গ্রাহকদের নির্বাচিত করার আগে তাদের কাছ থেকে বাড়ির বর্ণনা নেয়া হচ্ছে তা সবজি চাষের উপযোগী কীনা। উঠানও ফাঁকা রয়েছে কীনা। এসব মেলার পরেই তাদের আগ্রহের ওপর ভিত্তি করে দেয়া হচ্ছে প্যাকেট। এতে তারা খুশি হচ্ছেন বলে জানিয়েছেন। চক হরিনারায়ণকুন্ডু গ্রামের গৃহবধূ কুলসুম বিবি জানান, সৌদি আরব থেকে পাঠানো স্বামীর টাকা নিতে জনতা ব্যাংকের ভবানীগঞ্জ শাখায় এসে পেয়েছেন বিভিন্ন ধরনের সবজি বীজ। বাড়ির উঠানে এসব চাষ করবেন বলে জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন কলেজ শিক্ষক জানান, বুধবার সকালে জনতা ব্যাংকের ভবানীগঞ্জ শাখায় টাকা উত্তোলন করতে গিয়ে তাকে আপ্যায়নের বদলে সবজি বীজের কয়েকটি প্যাকেট দেয়া হয়েছে। এই প্রাপ্তি তাকে মুগ্ধ করেছে বলে মন্তব্য করেন। তিনি এগুলো উঠানে এবং বাড়ির পাশে চাষ করবেন বলে জানিয়েছেন।
×