ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাপুলকে সহায়তা করবে না কুয়েতে বাংলাদেশ দূতাবাস

প্রকাশিত: ০১:১৩, ১২ জুন ২০২০

পাপুলকে সহায়তা করবে না কুয়েতে বাংলাদেশ দূতাবাস

জনকণ্ঠ ডেস্ক ॥ কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেছেন, কুয়েতে গ্রেফতার সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিষয়ে কুয়েতী কর্তৃপক্ষের তদন্তে কোন হস্তক্ষেপ করবেন না তারা। আল রাই পত্রিকার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে টাইমস কুয়েত। কুয়েতে গ্রেফতার হওয়া এই সংসদ সদস্যের বিরুদ্ধে মানব পাচার ও অর্থপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। খবর ওয়েবসাইটের। বাংলাদেশী রাষ্ট্রদূত বলেন, গ্রেফতার হওয়া এই সাংসদকে কোন ধরনের সহযোগিতা করবে না দূতাবাস। পাপুলের ইস্যুতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি খালেদ আল-জারাল্লাহর সঙ্গে এখন কোন আলোচনা হয়নি বলেও জানান তিনি। এদিকে পাপুল কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে এখনও যোগাযোগ করেননি বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। অন্যদিকে পাপুলকে আটক করে রাখার নির্দেশ দিয়েছেন কুয়েতের সরকারী কৌঁসুলি। এ সময় তার বিরুদ্ধে অধিকতর তদন্ত করা হবে, জানিয়েছে কুয়েতী কর্তৃপক্ষ।
×