ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ভার্চুয়াল জাতিসংঘ অধিবেশন

প্রকাশিত: ০১:১২, ১২ জুন ২০২০

প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ভার্চুয়াল জাতিসংঘ অধিবেশন

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস মহামারী কারণে চলতি বছর জাতিসংঘ অধিবেশন ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। বুধবার জাতিসংঘের সভাপতি তিজানি মুহাম্মদ বান্দে একথা জানান। জাতিসংঘের সদস্য দেশগুলোকে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, আগামী ২২-২৯ সেপ্টেম্বর অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশ্ব নেতৃবৃন্দ আগে থেকে রেকর্ড করা বক্তৃতা দিয়ে সেটি পরিচালিত হবে। খবর ওয়েবসাইটের। চিঠিতে তিজানি লিখেছেন, করোনাভাইরাস মহামারী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণে আন্তর্জাতিক ভ্রমণ এবং সশরীরে উপস্থিতিতে ব্যাপক পরিসরে সভা আয়োজনের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে এবং সম্ভবত এটি ২০২০ সালের সেপ্টেম্বরেও বিভিন্ন মাত্রায় থাকতে পারে বলে আমি মনে করি। সংস্থাটির নাইজেরীয় এই সভাপতি আরও বলেন, সদস্য রাষ্ট্রগুলোকে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী বা জাতিসংঘ দূতের পূর্ব প্রচারে নিষেধাজ্ঞা সংবলিত (এ্যাম্বারগুয়েড) সর্বোচ্চ ১৫ মিনিটের একটি ভাষণ অধিবেশন শুরুর কমপক্ষে পাঁচদিন আগে অবশ্যই জাতিসংঘে পাঠাতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের হল মঞ্চ থেকে ভাষণ সম্প্রচার বা পাঠ করার সময় প্রত্যেক মিশনের একজন করে কূটনীতিক সরাসরি চলা অধিবেশনে অংশ নিতে পারবেন।
×