ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তেল খাতে বিদেশী শ্রমিক নিয়োগ করবে না কুয়েত

প্রকাশিত: ০১:০৬, ১২ জুন ২০২০

তেল খাতে বিদেশী শ্রমিক নিয়োগ করবে না কুয়েত

জনকণ্ঠ ডেস্ক ॥ রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কর্পোরেশন ( কেপিসি) এবং এর সহযোগী প্রতিষ্ঠানে বিদেশী শ্রমিকদের নিয়োগ করা হবে না বলে ঘোষণা দিয়েছে কুয়েত। বুধবার দেশটির তেলমন্ত্রী এবং ভারপ্রাপ্ত বিদ্যুত ও পানিমন্ত্রী ড. খালেদ আল ফাদিল জানিয়েছেন, ২০২০-২১ অর্থবছরে কোন বিদেশী শ্রমিক নিয়োগ দেয়া হবে না। খবর মিডলইস্ট মনিটরের। করোনাভাইরাস মহামারী পরিস্থিতি পর্যালোচনার এক সংসদীয় বৈঠকে ড. খালেদ জানিয়েছেন, বিদেশী শ্রমিকদের বিশেষ চুক্তির সংখ্যাও কমিয়ে আনা হবে। তিনি বলেন, বৈশ্বিক মহামারীতে আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়েছে এবং তেলের দরপতন হয়েছে। তবে তেলের বাজার ঘুরে দাঁড়িয়েছে এবং দাম বাড়ছে। জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে বেসরকারী খাতের অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তেলমন্ত্রী।
×