ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা ভ্যাকসিনের শেষ ধাপের পরীক্ষার ঘোষণা দিল মডার্না

প্রকাশিত: ০১:০১, ১২ জুন ২০২০

করোনা ভ্যাকসিনের শেষ ধাপের পরীক্ষার ঘোষণা দিল মডার্না

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রথম এবং দ্বিতীয় ধাপে সফল হওয়া করোনাভাইরাসের বহুল প্রতীক্ষিত ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক জায়ান্ট কোম্পানি মডার্না। আগামী জুলাই মাসে চূড়ান্ত ধাপে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে মার্কিন এই কোম্পানি। খবর ইয়াহু নিউজের। যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজের ম্যাসাচুসেটসভিত্তিক বায়োটেক এই কোম্পানি বলছে, গবেষণার প্রাথমিক লক্ষ্য হলো নোভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ কে প্রতিরোধ করা। দ্বিতীয় লক্ষ্য হবে গুরুতর রোগ প্রতিরোধ করা। যাতে মানুষকে হাসপাতাল থেকে দূরে রাখা যায়। বৃহস্পতিবার ভ্যাকসিনটির চূড়ান্ত ধাপের পরীক্ষার ঘোষণা দেয়ার পরপরই মার্কিন এই কোম্পানির শেয়ারের দাম ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মডার্না বলছে, শেষ ধাপের পরীক্ষায় ভ্যাকসিনটির প্রত্যেক ডোজের জন্য ১০০ মাইক্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে। এ মাত্রার ডোজের হিসাবে বছরে ৫০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করার জন্য প্রস্তুতি আছে। তবে যুক্তরাষ্ট্রে কোম্পানিটির উৎপাদন স্থাপনা ও কৌশলগত অংশীদার সুইজারল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি লোঞ্জারের সঙ্গে আগামী বছরের শুরুর দিক থেকে যৌথভাবে বছরে এক বিলিয়ন ডোজ উৎপাদন করা যাবে বলে জানানো হয়েছে।
×