ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকা সিটি লকডাউন চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত: ২২:৫৭, ১২ জুন ২০২০

ঢাকা সিটি লকডাউন চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা শহরকে লকডাউন ঘোষণা ও চিকিৎসার জন্য পর্যাপ্ত হাই ফ্রোনেজাল অক্সিজেন ক্যানোলা সংগ্রহের নির্দেশনা চেয়ে হাইকোর্টের ভার্চুয়াল আদালতে একটি রিট দাখিল করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল আদালতে রিটটি দাখিল করেন আইনজীবী মনজিল মোরসেদ। রিটে বাদী হয়েছেন এ্যাডভোকেট মোঃ মাহবুবুল ইসলাম। বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য, অর্থ ও প্রধানমন্ত্রীর সচিবালায়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের ডিজি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল), অতিরিক্ত সচিব (প্রশাসন), ঢাকার পুলিশ কমিশনার, রযাা বের মহাপরিচালক এবং ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়রকে। এ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, মহামারী করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণে ঢাকা শহরে হাজার হাজার রোগী শনাক্ত হচ্ছে এবং ইতোমধ্যে এক হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। গত ১৮ এপ্রিল সরকার প্রফেসর মোঃ শহিদুল্লাহকে সভাপতি করে ১৭ সদস্যবিশিষ্ট জাতীয় টেকনিক্যাল বিশেষজ্ঞ কমিটি গঠন করে। পরে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ওই কমিটি সর্বশেষ ৮ জুন এক সভায় সর্বসম্মতভাবে মৃত্যু কমানোর জন্য নিম্নোক্ত সিদ্ধান্ত নেন ও কার্যকর করার সুপারিশ করেন।
×