ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনার ঝুঁকি মোকাবেলার কাঠামো নেই বাজেটে ॥ সিপিডি

প্রকাশিত: ২২:৫৭, ১২ জুন ২০২০

করোনার ঝুঁকি মোকাবেলার কাঠামো নেই বাজেটে ॥ সিপিডি

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রস্তাবিত বাজেটে করোনার ঝুঁকি মোকাবেলায় যে কাঠামো থাকা দরকার, সেটা পরিপালন হয়নি বলে জানিয়েছে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বৃহস্পতিবার বিকেলে বাজেট নিয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিপিডির ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এই মন্তব্য করেন। ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের মনে হয়েছে, এই বাজেটে অনুমিতি বিষয় কাজ করেছে। সেটা বাস্তব অবস্থার প্রতিফলন করে না। কারণ বাজেটের যেসব প্রস্তাব দেখেছি, সম্পদ আহরণ থেকে সম্পদ ব্যয়ে বিভিন্ন খাতে যেভাবে ব্যয় নির্ধারণ করা হয়েছে, মনে হয়েছে আমরা খুব দ্রুতই করোনা থেকে মুক্ত হব এবং অর্থনীতি পুনরুদ্ধার হবে।’ সিপিডির ফেলো বলেন, ‘আমরা যে স্বাস্থ্যঝুঁকি দেখছি এতে কিন্তু এত দ্রুত আমরা প্রস্থান পাব না। স্বাস্থ্য খাতে দেখেছি, সামাজিক খাতে দেখেছি, আমরা এটা একটা মানবিক ঝুঁকি হিসেবে দেখছি। অর্থনৈতিক ঝুঁকিত আছেই। সেই ঝুঁকি মোকাবেলা করতে গিয়ে বাজেটে যে কাঠামো থাকা দরকার আমাদের মনে হয়েছে সেটা পরিপালন করা হয়নি।’
×