ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে ২৪ ঘণ্টায় ৩৫৭ জনের মৃত্যু, আক্রান্ত দশ হাজার

প্রকাশিত: ২২:৫৪, ১২ জুন ২০২০

ভারতে ২৪ ঘণ্টায় ৩৫৭ জনের মৃত্যু, আক্রান্ত দশ হাজার

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস নিয়ন্ত্রণে কঠোর লকডাউন দিয়ে পরে তা শিথিল করায় সংক্রমণ আবারও বাড়ছে। তবে ব্যতিক্রম ডেনমার্ক। সেখানে লকডাউন শিথিলের পরও সংক্রমণ বাড়েনি। লকডাউন দেয়ায় আফগানিস্তানের মাজার-ই-শরিফের এক মসজিদে হাজার হাজার ঘুঘু মারা গেছে। যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়ানোর আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। ভারতে ২৪ ঘণ্টায় ৩৫৭ জনের মৃত্যু ও আক্রান্ত হয়েছে প্রায় ১০ হাজার মানুষ। মেক্সিকোতে মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ছাড়াল। এদিকে ব্রিটিশ সরকারের সাবেক উপদেষ্টা ও লন্ডন ইমপেরিয়াল কলেজের অধ্যাপক নিল ফার্গুসন জানিয়েছেন, প্রতিরোধহীন হলে প্রত্যেক ৪ দিনে করোনা দ্বিগুণ সক্রিয় হয়। খবর এএফপি, সিএনএন, বিবিসি, গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, এনডিটিভি, রয়টার্স, জনস হপকিন্স ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ডোমিটারের। বিশ্বজুড়ে করোনা সম্পর্কিত বিস্তারিত তথ্য দিয়ে যাচ্ছে ওয়ার্ল্ডোমিটার ডট ইনফো। ওয়েবসাইটটির মতে, বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চার লাখ ২১ হাজার ৫৫৬ ছাড়িয়েছে। বৈশ্বিক মহামারীতে বিশ্বের ২১৫ দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৫ লাখ ৪৪ হাজার ৭৯০ জন হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৩৮ লাখ ২৩ হাজার ৪২৯ জন। এ্যাক্টিভ কেস রয়েছে ৩২ লাখ ৬৬ হাজার ৭৬২ জন। যাদের মধ্যে ৫৩ হাজার ৯১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। সংক্রমণ বাড়েনি ডেনমার্কে ॥ বিশ্বের অনেক দেশই করোনার সংক্রমণ কমতে শুরু করায় লকডাউন শিথিল করেছে। এর মাসুলও দিচ্ছে অনেক দেশ। বেশ কিছু দেশেই লকডাউন শিথিলের পর হু হু করে আক্রান্তের সংখ্যা পুনরায় বাড়তে শুরু করেছে। ব্যতিক্রম শুধু ডেনমার্ক। দেশটিতে লকডাউন শিথিলের পরও কোভিড-১৯’র সংক্রমণ সেভাবে বাড়েনি। প্রতিরোধহীন হলে দ্বিগুণ সক্রিয় হয় ॥ করোনায় শুধু ইউরোপ নয় বিশ্বের সবচেয়ে বেশি ভুক্তভোগী দেশগুলোর তালিকায় একেবারে প্রথম সারিতে আছে ব্রিটেন। মৃত্যু ও আক্রান্তের দিক থেকে বিশ্বের শীর্ষ চারে অবস্থান করছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত সরকারী হিসাবে ৪১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত দুই লাখ ৯০ হাজারেরও বেশি। করোনার সূত্রপাতের পর একে ঠেকাতে ২৩ মার্চ প্রথম লকডাউনে যায় ব্রিটেন। এর এক সপ্তাহ আগে যদি ওই লকডাউন কার্যকর করা হতো, তাহলে শেষ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা অর্ধেক থাকত বলে দাবি করেছেন সরকারের সাবেক উপদেষ্টা ও লন্ডন ইমপেরিয়াল কলেজের অধ্যাপক নিল ফার্গুসন। যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগী ২০ লাখ ছাড়াল ॥ পাঁচ সপ্তাহ ধরে শনাক্ত নতুন রোগীর সংখ্যা কমার পর ফের বাড়তে শুরু করার মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা ফের সামান্য বৃদ্ধি পেয়েছে। পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাওয়া এর একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ায় আক্রান্ত ৫ লাখ ছাড়াল ॥ রাশিয়ায় মহামারী করোনা সংক্রমণ আশঙ্কাজনকহারে বাড়ছেই। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ভাইরাসটির প্রকোপ অনেক পরে শুরু হলেও বিশ্বের শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে থাকা রাশিয়ার শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। দেশটির সরকারী স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে জানানো হয়েছে, রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ হাজার ৭৭৯ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। ভারতে একদিনে ৩৫৭ মৃত্যু ॥ ভারতে একদিনে প্রাণঘাতী করোনায় সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৩৫৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৯৯৬ জন। যা এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার বৃহৎ দেশটিতে একদিনে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৮০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। গত ৯ দিন ধরে ২৪ ঘণ্টায় ৯ হাজারের বেশি করে করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যায় ভারতের অবস্থান এখন পঞ্চম। মহামারী শুরুর পর থেকে ৫০ লাখের বেশি মানুষের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। একদিনে রেকর্ড এক লাখ ৫১ হাজার ৮০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট মারা গেছেন ৮ হাজার ১১৫ জন। মারা যাওয়াদের অধিকাংশই পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র প্রদেশের বাসিন্দা। মহারাষ্ট্রে করোনায় মারা গেছেন ৩ হাজার ৪৮৩ জন। দেশটিতে করোনাভাইরাসের হটস্পটে পরিণত হয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। আক্রান্তদের মধ্যে ১ লাখ ৪১ হাজার ১১৯ জন সুস্থ হয়ে উঠেছেন। অনাহারে মরল মসজিদের ঘুঘু ॥ লকডাউনের কারণে বন্ধ হয়ে যাওয়া আফগানিস্তানের মাজার-ই-শরিফের একটি মসজিদে এক হাজারের বেশি ঘুঘু অনাহারে মারা গেছে। মসজিদের তত্ত্বাবধায়ক এসব কথা জানিয়েছেন। কয়েক সপ্তাহ আগে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটিতে লকডাউন জারি করায় বন্ধ হয়ে যায় মসজিদটি। পর্যটকদের কাছে আকর্ষণীয় মসজিদে হাজার হাজার ঘুঘুর বসবাস; সেখানে ঘুরতে যাওয়া পর্যটকরাই তাদের খাবার দিতেন। উত্তর আফগানিস্তানের বালখ প্রদেশের দ্বাদশ শতাব্দির প্রাচীন মসজিদটি বন্ধ হয়ে যাওয়ার পর সেখানকার ঘুঘুগুলো খাদ্য সঙ্কটে পড়ে। মেক্সিকোতে মৃত্যু ১৫ হাজার ছাড়াল ॥ করোনায় মেক্সিকোতে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। সরকারী হিসাবে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৮ জনের মৃত্যু হয়েছে। রেকর্ড ৪ হাজার ৮৩৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল প্রায় ১ লাখ ৩০ হাজার। করোনার সংক্রমণ ঠেকাতে বর্তমানে লকডাউন চলছে। এতে বিশ্বের আর সব দেশের মতো ধসে পড়েছে তাদের অর্থনীতি। এ অচলাবস্থা কাটাতে শীঘ্রই রাজধানী মেক্সিকো সিটি খুলে দেয়ার পরিকল্পনা করছে তারা। তার আগে রাজধানীবাসীর করোনা পরীক্ষা বাড়াতে চায় মেক্সিকো সরকার।
×