ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার কিছুটা অবনতি

প্রকাশিত: ২২:৫১, ১২ জুন ২০২০

মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার কিছুটা অবনতি

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। গত দু’দিনে তার ব্লাড প্রেসার স্বাভাবিক থাকলেও বৃহস্পতিবার তা ওঠানামা করেছে। তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছে। চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে মোহাম্মদ নাসিমকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ারও প্রস্তুতি রয়েছে। মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, দুপুরে গিয়ে দেখা গেছে তার (মোহাম্মদ নাসিম) শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হয়েছে। তবে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। টাইম টু টাইম শারীরিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এভাবেই চিকিৎসা চলবে। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তার ছেলে (তানভীর শাকিল জয়) আমাকে জানিয়েছেন- তারা যোগাযোগ করেছেন কিন্তু এখন পর্যন্ত ফাইনাল রেজাল্ট আসেনি। তবে মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়াটা একটু ঝুঁকিপূর্ণ হবে বলেই মনে করছেন হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাদের মতে, এই অবস্থায় তাকে বিদেশে নেয়াটা ঝুঁকিপূর্ণ হবে। গত দুই থেকে তিন দিন মোহাম্মদ নাসিমের ব্লাড প্রেসার স্বাভাবিক ছিল। তবে আজকে (বৃহস্পতিবার) উঠা-নামা করছে। তার রক্তের একটা পরীক্ষা করা হয়েছে। সেখানে দেখা গেছে, রক্ত জমাট বাঁধতে অসুবিধা হচ্ছে। এখনও তিনি নিজে থেকে শ্বাস নিতে পারছেন না। মোহাম্মদ নাসিমের পরিবারের সদস্যরা দেশের চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। তারা যদি মনে করেন নেয়া (দেশের বাইরে) যাবে, তাহলেই আমরা সেটা চিন্তা করব। তার আগে সেই চিন্তা আমরা কেউ-ই করছি না।
×