ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আইসিইউ না পেয়ে অন্তঃসত্তা নারীর মৃত্যু

প্রকাশিত: ২২:৩১, ১২ জুন ২০২০

চট্টগ্রামে আইসিইউ না পেয়ে অন্তঃসত্তা নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ একের পর এক হাসপাতালে ছুটে চট্টগ্রামে আইসিইউ না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক অন্তঃসত্ত্বা নারী। একাধিক হাসপাতালে চেষ্টা করেও চিকিৎসার সুযোগ মেলেনি। এতে স্পষ্টভাবে উঠে এসেছে করোনা চিকিৎসায় চট্টগ্রামে সঙ্কটের চিত্র। আইসিইউ সুবিধা না পেয়ে মৃত্যুবরণকারী ফাতেমা আক্তার মুক্তা (৩০) ফৌজদারহাট এলাকার বাসিন্দা। দুই সন্তানের এই জননী সন্তান সম্ভবা ছিলেন। সাতদিন পর ছিল তার সন্তানের সম্ভাব্য ডেলিভারি ডেট। গত মঙ্গলবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে। সেখানে আইসিইউ সুবিধা না পাওয়ায় নেয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু সেখানে অক্সিজেন সাপোর্ট থাকলেও আইসিইউ সুবিধা ছিল না। অবশেষে অপেক্ষায় থেকে রাত ৪টার দিকে মৃত্যুবরণ করেন এই নারী। বিষয়ে জোর দেন।
×