ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে তৈরি মোবাইলে মূসক অব্যাহতি

প্রকাশিত: ২২:৩০, ১২ জুন ২০২০

দেশে তৈরি মোবাইলে মূসক অব্যাহতি

স্টাফ রিপোর্টার ॥ বাজেটে দেশে তৈরি মোবাইল টেলিফোন সেট উৎপাদনের ওপর মূসক অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে সংযোজন খাতে ৫ শতাংশ হারে বিদ্যমান মূসক সুবিধা আরও এক বছর বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে বিদেশ থেকে আমদানি করা মোবইল ফোনের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী। মহামারী করোনাভাইরাস সঙ্কটময় পরিস্থিতি ও অর্থনীতি পুনরুদ্ধারে মানুষের জীবন-জীবিকার কথা চিন্তায় রেখে এবারের বাজেটের শিরোনাম ‘অর্থনৈতিক উত্তরণ: ভবিষ্যত পথ পরিক্রমা’। জনস্বার্থ ও দেশীয় শিল্পের বিকাশের জন্য মূসক হার পরিবর্তন ও অব্যাহতি প্রদানের প্রস্তাব দেন তিনি।
×