ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোবাইল কল ও ইন্টারনেট খরচ বাড়ছে

প্রকাশিত: ২২:২৮, ১২ জুন ২০২০

মোবাইল কল ও ইন্টারনেট খরচ বাড়ছে

স্টাফ রিপোর্টার ॥ বাজেটে নতুন অর্থবছরে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়নোর প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য যে বাজেট এমন প্রস্তাব করেছেন। একইসঙ্গে মোবাইল সিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণেরও প্রস্তাব দিয়েছেন। ফলে মোবাইল ফোনে কথা বলা, এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচও বেড়ে যাবে। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টি কঠিন হবে বলে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন। গত (২০১৯-২০) অর্থবছরের বাজেটে মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছিল। এবার আরও ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এক শ’ টাকা গ্রাহক তার মোবাইলে নিলে সঙ্গে সঙ্গে ২৫ টাকা সরকার কেটে নেবে। ধনীদের জন্য এটা হয় তো খুব বেশি অসুবিধা হবে না। কিন্তু দেশের প্রান্তিক জনগোষ্ঠীর হাতে পৌঁছে যাওয়া মোবাইল অনেকে টাকার অভাবে চালাবেন না। এমন মন্তব্য করেছেন একাধিক তথ্যপ্রযুক্তি। এদিকে মোবাইল ফোন অপারেটররা বলছে, মোবাইল ফোনের মাধ্যমে সেবায় ১৫ শতাংশ ভ্যাট এবং ১ শতাংশ সারচার্জ, ১৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং অন্যান্য মিলে মোট কর ২৭ দশমিক ৭৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩৩ দশমিক ২৫ শতাংশে আনা হলো। সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়লে মোবাইল ফোনের মাধ্যমে কেউ যদি ১০০ টাকার সেবা নিতে চান, তাহলে ৭৫ দশমিক শূন্য ৩ টাকার সেবা নিতে পারবেন। ২৪ দশমিক ৯৭ টাকা যাবে সরকারের পকেটে। এতে সারাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে অনেকে মোবাইল চালাতে পারবেন না। একইভাবে ইন্টারনেটের দামও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে।
×