ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাপার সংবাদ সম্মেলন

জনকল্যাণমুখী বাজেট দিতে চেষ্টা করা হয়েছে ॥ জিএম কাদের

প্রকাশিত: ২২:২২, ১২ জুন ২০২০

জনকল্যাণমুখী বাজেট দিতে চেষ্টা করা হয়েছে ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ বিরোধী দলে থাকা মানেই সরকারের সব কাজে বিরোধিতা করা, বাঁকা চোখে দেখা- এটাই দেশের চলমান রাজনীতির নীতি। দীর্ঘ সময় চলে আসা নিয়মে মাঝে মধ্যে ব্যত্যয় হয়, হতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। সম্প্রতি দেশের সকল বাজেটে বিরোধী দলের পক্ষ থেকে কোনদিন স্বাগত জানিয়েছে বা ইতিবাচক হিসেবে দেখা হয়েছে এমন উদাহরণ আছে বলে মনে হয় না। কিন্তু এবারের প্রস্তাবিত বাজেটের পর বিরোধী দল জাপা বলছে, এ বাজেট জনকল্যাণমুখী। যদিও অন্যান্য বিরোধী দল বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতিবাচক মন্তব্যই করেছে। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনতো গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশও এর বাইরে নয়। এই প্রেক্ষিতে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন তা স্বাভাবিকভাবেই পূর্ণ করা সম্ভব নাও হতে পারে। তবুও সরকারের পক্ষ থেকে জনকল্যাণমূখী বাজেট দিতে চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, প্রয়োজনীয় খাতগুলোতে যথেষ্ট পরিমাণে বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। বাজেটে বড় ধরনের একটি ঘাটতি আছে, গত বছরের স্বাভাবিক পরিস্থিতির চেয়ে আয় এবার বেশি ধরা হয়েছে। যা পুরোপুরি বাস্তবায়ন হবে না। সেক্ষেত্রে আয়ের চেয়ে ব্যয় বেশি ধরা হয়েছে। তাই যথাযথ খাত নির্দিষ্ট করে যেন খরচ করা হয় এবং সেভাবেই বরাদ্দ দেয়া হয়, সেদিকে দৃষ্টি দিয়ে বাজেট বাস্তবায়ন করতে হবে। বৃহস্পতিবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধীদলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, বর্তমান ভিন্ন পরিস্থিতিতে সরকার গণমুখী বাজেট দিতে চেষ্টা করেছে। যেসব মন্ত্রণালয়ে বেশি বরাদ্দ দেয়া দরকার তা দেয়া হয়েছে। বাজেটের জন্য টাকা আহরণ করা কষ্টসাধ্য হয়ে পড়বে। কারণ, গত বছরও তারা যে বাজেট দিয়েছিল তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি।
×