ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

প্রকাশিত: ২২:১৯, ১২ জুন ২০২০

শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ॥ করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই নানা কর্মসূচীর মধ্য দিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। অন্যবার নানা কর্মসূচীতে দিনটি পালন করা হলেও এবার করোনাভাইরাস মহামারীর কারণে জনসমাগম না ঘটিয়ে শুধু দোয়া, মিলাদ ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচী পালন করে দলটি। কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ সভাপতির ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সংক্ষিপ্ত আলোচনায় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, উচ্চাভিলাষী সেনা কর্মকর্তারা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনকে প্রতিহত করার জন্যই ওয়ান ইলেভেন ঘটিয়েছে। কিন্তু বাংলার লাখো মানুষের তীব্র আন্দোলনের মুখে বাধ্য হয়ে জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিয়েছিল। আজকের এই দিনে আমরা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি। দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০০৮ সালের এই দিনে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্ত হন। এ দিনটি প্রকৃতপক্ষে শুধু শেখ হাসিনার কারামুক্তি দিবস নয়, গণতন্ত্রেরও মুক্তি দিবস। কারণ, তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য ও মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। ২০০৭ সালে যেদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বন্দী করা হয়েছিল সেদিন শুধু তাঁকে নয় গণতন্ত্রকেও বন্দী করা হয়েছিল। দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিম-লীর সদস্য আবদুল রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, উপদফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য শাহাবউদ্দিন ফরাজী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর নেতৃত্বে বাদ আছর ওয়ারীর নিজ বাসভবনে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে নগর দক্ষিণ আওয়ামী লীগ নেতারা উপস্থিত থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত করেন। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে আওয়ামী যুবলীগ। বৃহস্পতিবার দিনব্যাপী কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের ব্যবস্থাপনায় রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এরই অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ব্যবস্থাপনায় রাজধানীর মিরপুর শাহ আলী মাজারে বাদ জোহর সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তিনি নেত্রীর কারামুক্তি দিবসে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের অসহায় মানুষকে খাদ্য বিতরণ এবং নেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া কামনা করছি। বৃহস্পতিবার বিকেলে বাদ আছর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ব্যবস্থাপনায় হাইকোর্ট মাজার মসজিদে বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। এছাড়া কেন্দ্রীয় যুবলীগের আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর, ইউনিয়ন, পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে বঙ্গবন্ধু এভিনিউ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে এক সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। সভাপতির বক্তব্যে নির্মল রঞ্জন গুহ বলেন, জননেত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নের জন্য তাঁর আরও অনেক দিন বেঁচে থাকা দরকার, আমরা ঈশ্বরের কাছে তাঁর দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করছি। দিবসটি উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে আওয়ামী মৎস্যজীবী লীগ। রাজধানীর বাড্ডায় আয়োজিত এ কর্মসূচীতে আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি সাইদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর, কার্যকরি সভাপতি সাইফুল ইসলাম মানিকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
×