ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোরসালিন মিজান

বায়ান্ন বাজার তপ্পিান্ন গলি

প্রকাশিত: ২২:১৪, ১২ জুন ২০২০

বায়ান্ন বাজার তপ্পিান্ন গলি

শেষতক গরমটা পড়ল বলতে হবে। গ্রীষ্মের ভ্যাপসা গরম এখন বেশ টের পাওয়া যাচ্ছে। যারা কাজে বের হচ্ছেন তারা অল্পতেই ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন। এমনকি ঘরেও কেউ স্বস্থিতে নেই। দিনে একাধিকবার গোসল করছেন অনেকে। ফ্যান এসি চলছে জোরেসোরে। হ্যাঁ, গ্রীষ্মে তাই হয়। হওয়ার কথা। তবে এবার বেশিরভাগ সময় আরামেই কাটিয়েছে রাজধানীবাসী। কারণ অন্যান্য বছরের তুলনায় এবারের গ্রীষ্মের তাপমাত্রা ছিল অনেক কম। শুধু তাই নয়, গত ছয় দশকের মধ্যে এত কম তাপমাত্রার গ্রীষ্মে দেখা যায়নি! আবহাওয়া অধিদফতরের দেয়া তথ্য মতে, ১৯৫৪ সাল থেকে যত গ্রীষ্ম এসেছে সবগুলোর তথ্য সংগ্রহ করে দেখা গেছে, এবারের গ্রীষ্মের তাপমাত্রা সবচেয়ে কম। বিগত বছরগুলোতে গ্রীষ্মকালে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ১ থেকে ৬ ডিগ্রী সেলসিয়াস ওপরে উঠতে দেখা গেছে। এবার বহুদিন তা ১ থেকে ৩ ডিগ্রী ছিল। তবে বিদায় নেয়ার আগে আগে গ্রীষ্ম যেন নিজেকে জাহির করার শেষ চেষ্টা করল। অবশ্য এরই মাঝে মৌসুমি বায়ু সক্রিয় হতে শুরু করেছে। আসছে বর্ষা। অঝর ধারায় ধরণী উর্বর শীতল হবে। তাই প্রিয় ঋতুকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবার ঘটা করে বরণ করে নেয়া সম্ভব হবে না। তবে ভার্চুয়ালি গানে কবিতায় প্রিয় ঋতু বন্দনার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। অন্য প্রসঙ্গ। ২০২০-২১ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। বৈশ্বিক মহামারীর কালে জাতীয় এই বাজেট উপস্থাপন করা হলো। কেমন হবে বিশেষ সময়ের বাজেট? কোন খাতগুলো নিয়ে সরকার বেশি ভাবছে? করোনা পরবর্তী সমস্যা সঙ্কট মোকাবেলায় কতটা ভূমিকা রাখতে পারবে ৪৯তম বাজেট? এমন নানা ইস্যুতে আলোচনা শুরু হয়ে গিয়েছিল আগেই। তার পর বৃহস্পতিবার সামনে এলো সরকারের প্রস্তাবনাগুলো। এবারের বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। সরকারের পক্ষ থেকে একে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যত পথপরিক্রমা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। বিরোধীরা অবশ্য এ বাজেটের সমালোচনাই করছেন। তবে অন্যান্যবারের মতো উৎসবমুখরতা বা তীব্র বিরোধিতা দেখা যাচ্ছে না। এবার প্রচলিত অনেক রীতি ও আনুষ্ঠানিকতায় কাটছাঁট করা হয়। অল্পসংখ্যক সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সবার মুখে ছিল মাস্ক। হাতে গ্লাভস পরে এসেছিলেন। ফলে সাধারণ মানুষ অন্যরকম কৌতূহল নিয়ে টেলিভিশন সেটের দিকে তাকিয়েছিলেন। অতীতে তিন থেকে পাঁচ ঘণ্টার মতো বাজেট বক্তব্য দিতে দেখা গেছে। এবার করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে বাজেট উপস্থাপন হয়। বাজেট পেশের দিন বৈঠক চলে মাত্র ৫০ মিনিট। অবশ্য সংক্ষিপ্ত পরিসরে উত্থাপন হলেও বাজেট বক্তৃতা ছিল ১৩০ পৃষ্ঠার। প্রায় পুরোটাই ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপিত হয়। বাজেট নিয়ে প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে দেখা যাচ্ছে। বিরোধী দল বিএনপি প্রতিক্রিয়া জানাতে বেশ সময় নিয়েছে। আজ শুক্রবার দলীয়ভাবে প্রতিক্রিয়া জানাবে দলটি। সব মিলিয়ে করোনার কালে অন্যরকম একটি বাজেট উপস্থাপনা দেখা গেল এবার। এদিকে, করোনা সংক্রমণের ভয় দিন দিন বাড়ছে বৈ কমছে না। সংক্রমণ বিবেচনায় বিভিন্ন এলাকাকে লাল, হলুদ ও সবুজ এলাকায় ভাগ করে এলাকাভিত্তিক বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেসব এলাকায় জনসংখ্যা অনুপাতে কোভিড-১৯ রোগীর সংখ্যা বেশি সেসব এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার থেকে লকডাউন করা হয়েছে ঢাকার পূর্ব রাজাবাজার এলাকা। ওই দিন মধ্য রাত থেকে এলাকার প্রবেশমুখগুলো বন্ধ করে দেয়া হয়েছে। প্রথম দিন কিছুটা যাতায়াত দেখা গেলেও বর্তমানে গোটা এলাকা অবরুদ্ধ বলা যায়। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারছেন না। বের হতে দেয়া হচ্ছে না। ১৪ দিন পর্যন্ত লকডাউন থাকবে সব কিছু। প্রয়োজনে তা ২১ দিন পর্যন্ত গড়াতে পারে। বলার অপেক্ষা রাখে না, করোনা থেকে রাজধানীবাসীকে রক্ষা করতেই পরীক্ষামূলক এই ব্যবস্থা। তবে এসব উদ্যোগ সফল করতে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। আমরা কি সচেতন হব না?
×