ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছাত্রীর শ্লীলতাহানি ॥ ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ২১:৪১, ১২ জুন ২০২০

ছাত্রীর শ্লীলতাহানি ॥ ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলা সদরে ছোট বোন নগরীর হাতেম আলী কলেজের অনার্স শেষবর্ষের ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় বড় বোনের ওপর ছাত্রলীগ নেতা আরিফ মিয়া সহযোগীদের নিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় বড় বোন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার প্রধান আসামি সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সদস্য আরিফ মিয়াকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এজাহারে জানা গেছে, বাদীর ছোট বোন নগরীর হাতেম আলী কলেজের অনার্স শেষবর্ষের ছাত্রীকে (২০) প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল ছাত্রলীগ নেতা আরিফ মিয়া ও তার সহযোগীরা। কলেজ ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে তারা বখাটে আরিফকে শাসিয়ে দেয়। এতে আরিফ ক্ষিপ্ত হয়। বুধবার বিকেলে পৌর সদরের মৎস্য খামারের সামনে বাদী ও তার কলেজ পড়ুয়া ছোট বোন পৌঁছলে দক্ষিণ পালরদী গ্রামের বখাটে আরিফ তার সহযোগীদের নিয়ে হাজির হয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ কথা বলে কলেজ ছাত্রীর শ্লীলতাহানি করে। এ সময় ওই কলেজ ছাত্রীর বড় বোন প্রতিবাদ করায় আরিফ মিয়া তার সহযোগীদের নিয়ে হামলা চালিয়ে তারও শ্লীলতাহানি করে ওড়না নিয়ে যায়। কলেজ ছাত্রীর মা (৫০) অভিযোগ করে বলেন, বখাটে আরিফ মিয়াকে শাসিয়ে দেয়ায় সে বাড়িতে এসে প্রায়ই আমার মেয়েদের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল। গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, কলেজ ছাত্রী ও তার বড় বোনকে শ্লীলতাহানি এবং হামলার ঘটনায় বড় বোন বাদী হয়ে বুধবার রাতে গৌরনদী মডেল থানায় ছাত্রলীগ নেতা আরিফ মিয়াকে প্রধান আসামি করে তার তিন সহযোগীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আরিফ মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
×