ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা ॥ গ্রেফতার ৪

প্রকাশিত: ২১:৪০, ১২ জুন ২০২০

ফরিদপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা ॥ গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১১ জুন ॥ নগরকান্দায় চুরির ঘটনা কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে ওই ব্যক্তিকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় বুধবার রাতেই ৪ জনকে আটক করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম আতর আলী (৫২)। তিনি ঈশ্বরদী গ্রামের মৃত এসএম মুন্সীর ছেলে। জানা গেছে, মঙ্গলবার রাতের কোন এক সময় নগরকান্দা পৌর এলাকার কলেজ বালিয়া গ্রামের ফারুক মুন্সির ছেলে রাসেল মুন্সির একটি মোবাইল ও ল্যাপটপ চুরি হয়। আতর আলীর ছেলে মান্দার মুন্সি চুরি করেছে বলে সন্দেহে বুধবার সকালে মান্দার মুন্সিকে না পেয়ে তার পিতা আতর আলী ও মাকে ডেকে আনে রাসেল ও তাদের সহযোগীরা। কথাবার্তার এক পর্যায়ে রাসেল ও তার সহযোগীরা আতর আলী ও তার স্ত্রী মিলি বেগমকে এলোপাতাড়ি মারপিট করে আহত করে। এলাকাবাসী আহত আতর আলী ও তার স্ত্রীকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আতর আলীকে এক্স-রে করার পরামর্শ দিলে আতর আলীকে নিয়ে ফরিদপুর যান তার পরিবারের সদস্যরা। এক্স-রে শেষে আতর আলী তার বাড়িতে চলে আসেন। বাড়িতে এসেই আতর আলী রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আতর আলীর মৃত্যুর খবর শুনেই তার ছেলে মান্দার ও তাদের সমর্থিত লোকেরা রাসেল মুন্সি ও তার লোকজনের ওপর রামদা নিয়ে আক্রমণ চালায়।
×