ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নড়াইলে নিহত তিনজনের লাশ নিয়ে মিছিল

প্রকাশিত: ২১:৩৯, ১২ জুন ২০২০

নড়াইলে নিহত তিনজনের লাশ নিয়ে মিছিল

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১১ জুন ॥ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লোহাগড়া উপজেলার গন্ডোব গ্রামে প্রতিপক্ষের হামলায় চাচা-ভাতিজাসহ ৩ জন নিহতের ঘটনায় দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নিহতদের লাশ নিয়ে নড়াইল শহরে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে গন্ডোব-চালিঘাট গ্রামের কয়েকশত নারী-পুরুষ নিহত ৩ জনের লাশ নিয়ে নড়াইল সদর হাসপাতালের সামনে থেকে ঝাড়ু মিছিল বের করে। পরে আদালত চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান এবং মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও আব্দুল আলিম। বক্তারা এ ঘটনার জন্য নড়াইল জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ বিপ্লবসহ দোষীদের গ্রেফতার ও ফাঁসি দাবি করেন। এদিকে নিহত তিনজনের পক্ষের লোকজন এ ঘটনার জন্য বিপ্লবের চাচা পুলিশের এক উর্ধতন কর্মকর্তাকে দায়ী করে তার বিরুদ্ধে ব্যানার নিয়ে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সেøাগান ও বক্তব্য দেয়। আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশের সময় সবাইকে শান্ত এবং শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করে বক্তব্য রাখেন নড়াইলের এনডিসি জাহিদ হাসান। পরে নিহত তিনজনের পক্ষের লোকজন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরার কাছে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।
×