ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জেএমবির দুই সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০০:১৬, ১১ জুন ২০২০

জেএমবির দুই সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতির মধ্যেও থেমে নেই জেএমবির কার্যক্রম। জঙ্গী সংগঠনটির তরফ থেকে খোদ রাজধানীতে তৎপরতা চালানোর সময় দুই জন র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল জঙ্গীবাদের আলামত। মঙ্গলবার রাতে র‌্যাব-২ এর একটি বিশেষ দল রাজধানীর মহাখালীতে অভিযান চালায়। সেখান থেকে গ্রেফতার করা হয় মোঃ রুহুল আমিন মল্লিক (৩৮) ও মোঃ মোস্তাফিজুর রহমান (৬৩) নামের দুই জনকে। তাদের কাছে পাওয়া যায় জঙ্গীবাদের নানা ধরনের আলামত, উগ্রবাদে উৎসাহিত করার পুস্তক, নানা জঙ্গী তৎপরতার পরিকল্পনাসম্বলিত দুইটি কম্পিউটার। সি-ফরটির নয়া ভাইস চেয়ারপারসন আতিক স্টাফ রিপোর্টার ॥ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নেতৃত্ব দেয়া বিশ্বের ৯৬টি মেগাসিটির মেয়রদের নিয়ে গঠিত সংস্থা সি-ফরটি (সি-৪০)-এর স্টিয়ারিং কমিটির দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের নতুন ভাইস চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। বুধবার সি-৪০ চেয়ারম্যান এবং লসএঞ্জেলস শহরের মেয়র এরিক গারসেটি ই-মেইলে ডিএনসিসিকে এ সংবাদ জানান। দক্ষিণ ও পশ্চিম এশীয় অঞ্চলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এরিক গারসেটি ডিএনসিসি মেয়রকে অভিনন্দন জানান। উল্লেখ্য, গত বছর ৯-১২ সেপ্টেম্বর জার্মানির ডুসেলডর্ফ শহরে সি-ফরটি সম্মেলনে মেযর আতিকুল ইসলাম অংশগ্রহণ করেন।
×