ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আপীল বিভাগে চেম্বার কোর্ট ৩০ জুন পর্যন্ত ভার্চুয়াল

প্রকাশিত: ০০:১৬, ১১ জুন ২০২০

আপীল বিভাগে চেম্বার কোর্ট ৩০ জুন পর্যন্ত ভার্চুয়াল

স্টাফ রিপোর্টার ॥ ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রীমকোর্টের আপীল বিভাগে শুনানি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত । এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রীমকোর্ট প্রশাসন। এদিকে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন (টিউশন ফি) আদায়ের কার্যক্রম স্থগিতের বিষয়ে করা রিট আবেদনের ওপর শুনানি শেষ করা হয়েছে। উভয়পক্ষের শুনানি নিয়ে এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৪ জুন দিন ধার্য করেছে হাইকোর্ট। অন্যদিকে হাসপাতালগুলোতে অক্সিজেন এবং ওষুধের কৃত্রিম সঙ্কট তৈরির পেছনে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনী নোটিস পাঠানো হয়েছে। ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রীমকোর্টের আপীল বিভাগে শুনানি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত । আপীল বিভাগের রেজিস্ট্রার মোঃ বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে ও শারীরিক উপস্থিতি ব্যতিরকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহারে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপীল বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতির সদয় অনুমোদনক্রমে আপীল বিভাগের বিচারপতি মোঃ নূরুজ্জামানকে মনোনয়নপূর্বক গত ৩১ মে ৫৭৬/২০২০ এসসি(এডি) স্মারকমূলে ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রচার করা হয়। বিচারপতি মোঃ নূরুজ্জামান আগামী ১৬, ২৩ ও ৩০ জুন সকাল সাড়ে ১১টা থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপীল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন। মঙ্গলবার সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি জারি করা হয়। মতিঝিল আইডিয়ালে শিক্ষার্থীদের বেতন কত জানতে চায় হাইকোর্ট বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন (টিউশন ফি) আদায়ের কার্যক্রম স্থগিতের বিষয়ে করা রিট আবেদনের ওপর শুনানি শেষ করা হয়েছে।
×