ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় মানবপাচার ॥ মাদারীপুরে চক্রের ২ নারী সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০০:১২, ১১ জুন ২০২০

লিবিয়ায় মানবপাচার ॥ মাদারীপুরে চক্রের ২ নারী সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১০ জুন ॥ মাদারীপুরের রাজৈর উপজেলার পাঠানকান্দি ও বেপারীপাড়া গ্রামের মানবপাচারকারী চক্রের দুই নারী সদস্যকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। বুধবার সকালে গ্রেফতারকৃতদের রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে। রাজৈর থানা পুলিশ আসামিদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন। র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার বিকেলে এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, লিবিয়ার মিজদাহে ২৬ বাংলাদেশীসহ ৩০ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা এবং ১১ জন বাংলাদেশীকে গুরুতর আহত করে লিবিয়ায় অবস্থান করা মানবপাচারকারী চক্র। মাদারীপুরের রাজৈর থানায় দায়ের হওয়া মামলার আসামিদের ধরতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের দিগনগর এলাকা এবং বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানকালে দিগনগর গ্রাম হতে মাদারীপুরের রাজৈর উপজেলার পাঠানকান্দি গ্রামের আমির হোসেনের স্ত্রী রাশিদা বেগমকে (৪২) গ্রেফতার করে। এর কিছু সময় পরে র‌্যাব সদস্যরা বরিশাল জেলার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা হতে রাজৈর উপজেলার বেপারীপাড়া গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী বুলু বেগমকে (৩৮) গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
×