ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলিনড্রেসকে ছেড়ে দিল বসুন্ধরা

প্রকাশিত: ২৩:৫৫, ১১ জুন ২০২০

কলিনড্রেসকে ছেড়ে দিল বসুন্ধরা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আমরা কলিনড্রেসের সঙ্গে চুক্তি করতেই চেয়েছিলাম। সেটা তিন মাস পর হতে পারতো। তবে কলিনড্রেস এখনই চুক্তি করতে আগ্রহী ছিল। কিন্তু সেটা হলে তাকে আমাদের তিন মাস বসিয়ে রেখে এক লাখ ডলার দিতে হতো। এই করোনা পরিস্থিতিতে আমাদের পক্ষে তা সম্ভব নয়। তাই কলিনড্রেসকে বিদায় নিতে হচ্ছে।’ বসুন্ধরা কিংসের অধিনায়ক ড্যানিয়েল কলিনড্রেসকে নিয়ে এমনটাই ক্লাবটির সভাপতি ইমরুল হাসান। গত দুই মৌসুম ধরে বসুন্ধরা কিংসের হয়ে দারুণ ঝলক দেখিয়েছেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকান এই উইঙ্গার। করোনা পরিস্থিতিতে খেলা বন্ধ থাকায় তার চুক্তি নবায়ন নিয়ে আলোচনা হয়েছে অনেক। সেই আলোচনা বিফলে গেছে। ফলে তার সঙ্গে আর চুক্তি নবায়ন করা সম্ভব হয়নি কিংসের। ফলে আগামী ১৫ জুন ঢাকা ছাড়ছেন ৩৫ বছর বয়সী এই তারকা ফুটবলার। গত মে’তে চুক্তি শেষ হয় কলিনড্রেসের। তিনি নতুন চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিলেন জুন থেকেই। কিন্তু তারও বেশ কিছুদিন আগেই পরিত্যক্ত হয়ে গেছে বর্তমান ফুটবল মৌসুম। তার ওপর এএফসি কাপের খেলা শুরু হতে পারে অক্টোবরের শেষে। তাই বসুন্ধরা তিন মাস পরই নতুন করে চুক্তি করতে চেয়েছিল। কিন্তু দুইপক্ষের মধ্যে এ ব্যাপারে কোন ফয়সালা না হওয়াতে চুক্তির মেয়াদ আর বাড়েনি। গতবার লীগ ও স্বাধীনতা কাপ জয়ে বসুন্ধরার হয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল কলিনড্রেসের। এছাড়া এবারের এএফসি কাপের প্রথম ম্যাচে লিওনেল মেসির সতীর্থ আর্জেন্টাইন হার্নান বার্কোসের সঙ্গেও তার বোঝাপড়া ছিল দারুণ। এই অবস্থায় কলিনড্রেস চলে গেলেও দলে থাকছেন আরেক তারকা বার্কোস। ইমরুল হাসান আরও বলেছেন এর ফলে দলে আসতে পারে কিছু পরিবর্তন। ২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল কলিনড্রেসের। ২০১৮ বিশ্বকাপে খেলতে গিয়েছিলেন রাশিয়ায়। কোস্টারিকার হয়ে খেলেন ২টি ম্যাচ। সার্বিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন, সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশেই ছিলেন। ব্র্রাজিলের বিপক্ষে মাঠে নামেননি। দুই ম্যাচে গোলপোস্টের দিকে ৩ শট নিলেও গোলের দেখা পাননি কলিনড্রেস। কোস্টারিকার ক্লাব দেপোর্তিভো সাপ্রিসা থেকে কলিনড্রেস চুক্তি করেছিলেন বসুন্ধরা কিংসের সঙ্গে।
×