ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আগস্টে শ্রীলঙ্কা সফর করবে ভারত

প্রকাশিত: ২৩:৫৪, ১১ জুন ২০২০

আগস্টে শ্রীলঙ্কা সফর করবে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ আগস্টে শ্রীলঙ্কার মটিতে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। সেই সময় সফর করতে রাজি হয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই তথ্য নিশ্চিত করেছে শ্রীলঙ্কার দৈনিক দ্য আইল্যান্ড। দুই দেশের সরকারের সম্মতির ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে সিরিজটি। শীঘ্রই ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সিরিজ আয়োজনের জন্য আবেদন করবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এ বছরের জুনে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল ভারতের। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তিন টেস্ট এবং তিন টি২০ ম্যাচের সিরিজটি যথাসময়ে হয়নি। সরকারের নির্দেশনা পেলেই নতুন সূচী তৈরি করবে এসএলসি। তবে এই সিরিজে মাঠে দর্শক প্রবেশের অনুমতি মিলতে পারে। তা অবশ্য সীমিত আকারে। সামাজিক দূরত্ব বজায় রেখে মাঠে বসে খেলা দেখতে দেয়া হবে দর্শকদের। এসএলসির এক মুখপাত্র বলেন, ‘সিরিজটি রুদ্ধদ্বার নাও হতে পারে। আমাদের পরিকল্পনা আছে ম্যাচ ভেন্যতে ৩০-৪০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেয়ার। তবে সে জন্য বেঁধে দেয়া হবে কিছু নিয়মাবলী। নিজেদের মধ্যে এক মিটার দূরত্ব বজায় রেখে মাঠে বসে খেলা উপভোগ করতে পারবে এমন আলাপ-আলোচনা চলছে। যদিও সবকিছু নির্ভর করবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।’
×