ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জীবন সংগ্রামে শারাপোভার বার্তা

প্রকাশিত: ২৩:৫৪, ১১ জুন ২০২০

জীবন সংগ্রামে শারাপোভার বার্তা

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে স্তব্ধ গোটা বিশ্ব। এর প্রভাব থেকে বাদ পড়েনি কেউ। তবে ছাত্র-ছাত্রীদের মধ্যে এর মারাত্মক প্রভাব পড়েছে গোটা দুনিয়াজুড়ে। কেননা অন্য সবকিছুর মতো তাদের শিক্ষা ব্যবস্থায় নেমে এসেছে আমূল পরিবর্তন। জীবন-জীবিকার প্রয়োজনে অফিস-আদালত খুললেও বিশ্বের অনেক দেশের শিক্ষা-প্রতিষ্ঠান এখনও বন্ধ। যদিওবা অনলাইনে চলছে ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রম। আবার কোন কোন দেশের শিক্ষা প্রতিষ্ঠান উন্মুক্ত করলেও ছুড়ে দেয়া হয়েছে কড়া-বিধিনিষেধ। যে নিয়মে তারা আগে কখনই বাধ্য-বাধকতা ছিল না। এর মধ্যেই ২০২০ সালের স্নাতক সম্পন্ন করেছে রাফা নাদাল একাডেমির একঝাঁক শিক্ষার্থ। এক ভিডিও বার্তায় তাদের নানারকম মোটিভেশনাল কথাবার্তা বলেন রাশিয়ান টেনিসের সাবেক তারকা খেলোয়াড় মারিয়া শারাপোভা। এ সময় করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা বলেন, ‘গত কয়েকটা সপ্তাহ আমাদের জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং। এই সময়টাতে আমরা পরিবার এবং বন্ধু-বান্ধবীদের কাছ থেকে অনেকেই আলাদা থেকেছি। যা কখন কল্পনাও করা হয়নি আগে। আর এমন পরিস্থিতির মধ্যে দিয়েই তোমরা স্নাতক সম্পন্ন করেছ। যা স্বাভাবিক চিত্রনাট্যের চেয়ে নিঃসন্দেহে ব্যতিক্রম অভিজ্ঞতা। এই মোটিভেশন আর কঠোর পরিশ্রমের জন্য অবশ্যই আমি তোমাদের সকলের ভূয়সী প্রশংসা না করে আর পারছি না।’ এ সময় পাঁচটি গ্র্যান্ডস্লামের মালিক রাশিয়া থেকে আরও বলেন, ‘আমি তোমাদের উৎসাহিত করব এই লড়াইটা চালিয়ে যাওয়ার জন্য। তোমার খেলায় সেরাটা দেয়ার জন্য সংগ্রামটা চালিয়ে যাবে। কতটা উত্থান-পতনের মধ্য দিয়ে জীবনকে অতিক্রম করেছ সেটা মোটেও দেখার বিষয় নয়। এই সময়ে কতটা ভয় এসে তোমাকে হারাতে চেষ্টা করেছে সেটাও কোন বিষয় নয়, কেননা বাস্তবিক অর্থে এটাই জীবনের চলমান প্রক্রিয়া। এই পথে এগিয়ে গেলে তুমি অনেক কিছুই শিখতে পারবে। সাফল্য তোমাদের কতটা চূড়ায় নিয়ে যেতে পারে সেটা দেখার তর সইছে না আমার।’ বিশ্ব ক্রীড়াঙ্গনে সফল এক তারকার নাম মারিয়া শারাপোভা। চলতি বছরেই অবসরে চলে যান তিনি। কোর্টে র‌্যাকেট নিয়ে আর ছুটতে দেখা যাবে না কোটি সমর্থকের প্রিয় মুখ মারিয়া শারাপোভাকে। যে কারণেই খেলোয়াড় শারাপোভাকে এখন খুঁজতে হয় ফাইল ছবিতে। আর সেই শারাপোভার এমন বার্তায় নিঃসন্দেহে অনুপ্রাণিত হবে রাফা একাডেমির স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা। পাঁচটি গ্র্যান্ডস্লাম বিজয়ী মারিয়া শারাপোভা রূপে ও গুণেও অনন্যা। এ গুণ আর রূপ তাকে এনে দিয়েছে কোটি কোটি ডলারও। তার যতটা না গুণ দিয়ে, তার থেকে ঢের বেশি আয় করেছেন তিনি রূপ দিয়ে। তার অনিন্দ্য সুন্দর মুখশ্রীকে নিজেদের পণ্যের প্রচার ও প্রসারের কাজে লাগিয়েছে বিশ্বখ্যাত বহু ব্র্যান্ড। আর তাতেই শারাপোভার এ্যাকাউন্টে ঢুকেছে কোটি কোটি ডলার। যদিও কোর্টে শারাপোভার সাফল্যও নেহায়েত কম ছিল না। যেগুলোকে নানা উপায়ে পরিমাপ করতে পারেন। পাঁচটি গ্র্যান্ডস্লাম শিরোপা। ৩৬টি ক্যারিয়ার একক শিরোপা। বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড়। কিন্তু ওইসব অবিশ্বাস্য সাফল্য কিছুতেই তার সমৃদ্ধ ব্যাংক হিসাবের সাফল্যের সঙ্গে পেরে উঠবে না। নারী ও পুরুষ মিলিয়ে টেনিসের অন্যতম শীর্ষ ধনী এ্যাথলেট হিসেবেই অবসরে চলে যান শারাপোভা। টেনিসে মাত্র পাঁচজন পুরুষ খেলোয়াড় তার চেয়ে বেশি আয় করেছেন। তারা হলেন- নোভাক জোকোভিচ, রজার ফেদেরার, রাফায়েল নাদাল, এ্যান্ডি মারে আর পিট সাম্প্রাস। অন্যদিকে তারচেয়ে বেশি আয়কারী একমাত্র নারী কেবল সেরেনা উইলিয়ামস। ডোপিং কেলেঙ্কারিতে জড়িয়ে শারাপোভার আলো ঝলমলে ক্যারিয়ারের পতন ঘটে ২০১৬ সালে। ফেরার পর কোর্টে ও কোর্টের বাইরে হারাতে থাকেন নিজের জ্যোতি। যাতে সাবেক এক নম্বর খেলোয়াড়ের র‌্যাঙ্কিং নেমে যায় ৩৭৩-এ। সঙ্গে যোগ হয় ধারাবাহিক ইনজুরি। কোর্টে ফ্লপ হওয়ায় কমতে থাকে মারিয়ার আয়ও। কিন্তু শিরোপা কিংবা অর্থ উপার্জনে আগেই তিনি কিংবদন্তিদের কাতারে নাম লিখিয়ে যান। টানা ১১ বছর আমেরিকান বিজনেস সাময়িকী ফোর্বসের সমীক্ষায় শীর্ষ ধনী নারী এ্যাথলেটের সম্মানও পেয়েছেন শারাপোভা।
×