ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত: ০১:০৩, ১০ জুন ২০২০

আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি

জনকণ্ঠ ডেস্ক ॥ হেফাজতে ইসলামী বাংলাদেশের আমির আহমদ শফীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি কথা বলতে পারছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন। খবর ওয়েবসাইটের। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আহমদ শফী। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির বলেন, ‘হেফাজত আমির শফীর শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভাল। মঙ্গলবার দুপুরের পর থেকে তিনি কথা বলছেন। তিনি এখন আশঙ্কামুক্ত। আশা করছি, কয়েকদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করতে পারবেন।’ এর আগে শফীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে রবিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়।
×