ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোলাইমানি হত্যায় জড়িত গুপ্তচরের মৃৃত্যুদণ্ড ইরানে

প্রকাশিত: ০০:৪২, ১০ জুন ২০২০

সোলাইমানি হত্যায় জড়িত গুপ্তচরের মৃৃত্যুদণ্ড ইরানে

জনকণ্ঠ ডেস্ক ॥ মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের ক্ষমতাধর জেনারেল কাশেম সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। সৈয়দ মাহমুদ মুসাভি-মাজদ নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ড শীঘ্রই কার্যকর করার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার। ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইল বলেছেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী এবং ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিকারীদের একজন মাহমুদ মুসাভিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সোলাইমানির অবস্থান সম্পর্কে তিনি আমাদের শত্রুদের তথ্য দিয়েছিলেন।’
×