ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাশরাফির ক্ষোভ

প্রকাশিত: ০০:০১, ১০ জুন ২০২০

মাশরাফির ক্ষোভ

স্পোর্টস রিপোর্টার ॥ খ্যাতির বিড়ম্বনা তো ক্যারিয়ারজুড়েই পোহাতে হয়েছে। আর এখন অসহায় মানুষদের সাহায্য করতে গিয়েও বিড়ম্বনার শিকার এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই কাজ করে যাচ্ছেন এবং বিভিন্নভাবে থাকছেন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে। সেই সঙ্গে সংসদ সদস্য হিসেবে যে কোন বিপদগ্রস্ত মানুষকেই সুযোগ থাকলে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। কিন্তু সম্প্রতি এক অন্তঃসত্ত্বা নারীকে তার স্বামী রাস্তায় ফেলে যাওয়ার পর সাহায্য করে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন মাশরাফি। তার সহায়তায় ইতি খানম নামের সেই নারীকে আবার স্বামীর বাড়িতে ফেরত পাঠানো হয়। কিন্তু এক সংবাদমাধ্যমে সেই খবরটির শিরোনাম হয়- ‘স্ত্রীকে রাস্তায় ফেলে গেলেন স্বামী, কাছে টেনে নিলেন মাশরাফি!’ এই খবরে দারুণ ক্ষোভ জানিয়েছেন মাশরাফি। সংবাদ পরিবেশনার মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। গত ১ জুন নড়াইলে অন্তঃসত্ত্বা স্ত্রী ইতি খানমকে রাস্তায় ফেলে যান তার স্বামী তিতাস কাজি। ঘটনার কয়েকদিন পর মাশরাফির হস্তক্ষেপে ইতিকে তার স্বামীর বাড়িতে ফেরত পাঠানো হয়। ৮ জুন এ নিয়ে একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যেখানে শিরোনামটি বিব্রতকর এক পরিস্থিতিতে ফেলেছে মাশরাফিকে। ‘স্ত্রীকে রাস্তায় ফেলে গেলেন স্বামী, কাছে টেনে নিলেন মাশরাফি’- এমন শিরোনাম দেখে বেজায় চটেছেন মাশরাফি। খবর পরিবেশনার মান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘কোনভাবেই এটা সাংবাদিকতা হতে পারে না। সাংবাদিকদের কাজ প্রকৃত ঘটনা তুলে ধরা। সেটাকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করা নয়।
×