ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা টেস্টে ‘পাস’ ১৪ ক্রিকেটার ও ১১ সাপোর্টিং স্টাফসহ ক্যারিবীয় দলের সকল সদস্য

ক্রিকেটে আশার দীপ জ্বেলে ইংল্যান্ডের পথে উইন্ডিজ

প্রকাশিত: ০০:০০, ১০ জুন ২০২০

ক্রিকেটে আশার দীপ জ্বেলে ইংল্যান্ডের পথে উইন্ডিজ

শাকিল আহমেদ মিরাজ ॥ গত মার্চে অস্ট্রেলিয়া সফরে দর্শকশূন্য গ্যালারিতে একটি ওয়ানডে খেলেই সিরিজের মধ্যপথে দেশে ফিরে আসে নিউজিল্যান্ড। বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর সেটিই এখন পর্যন্ত শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। ইতোমধ্যে মাঠে গড়িয়েছে বিভিন্ন দেশের ক্লাব ফুটবল। অনেক আলোচনা, সতর্কতা, কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে অবশেষে ক্রিকেটের আকাশেও দেখা দিয়েছে আলোর রেখা। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। দেশ ছাড়ার আগে ক্রিকেটার, স্টাফসহ ২৫ জনের বিশাল বহরের প্রত্যেকের করোনা টেস্ট হয়েছে, সবাই নেগেটিভ। সোমবার চার্টার্ড বিমানে দেশছাড়া জেসন হোল্ডারদের আজই ম্যানচেস্টারে পৌঁছে যাওয়ার কথা। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনের পর এক সপ্তাহের অনুশীলন। ৮ জুলাই সাউদাম্পটনে দর্শকশূন্য গ্যালারিতে আরও অনেক কঠোর নিয়মের মধ্য দিয়ে শুরু তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন, ‘সকল খেলোয়াড় এবং সহযোগী স্টাফদের করোনা পরীক্ষার ফলাফলগুলো নেগেটিভ এসেছে।’ ম্যানচেস্টারে প্রথম ১৪ দিন ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যেতে পারবেন বলে নিশ্চিত করেন তিনি, ‘আমরা বৃহস্পতিবার থেকে ট্রেনিং শুরু করতে পারব। এর আগে অবশ্যই আমাদের যুক্তরাজ্যে নামার পর এ দেশের করোনা টেস্টের ফল পেতে হবে।’ ২৫ সদস্যের বিশাল বহর নিয়ে ইংল্যান্ড যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দলে ক্রিকেটার ১৪ জন এবং ১১ জন সাপোর্ট স্টাফ। হেড কোচ ফিল সিমন্স মঙ্গলবার লন্ডন থেকে ম্যানচেস্টারে যোগ দেবেন। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি হবে ম্যানচেস্টারের ওল্ডট্র্যাফোর্ডে। ১৬ ও ২৪ জুলাই দুটি টেস্ট ম্যাচ শুরু হবে। তিন টেস্ট হবে দর্শকশূন্য স্টেডিয়ামে ও জীবাণুমুক্ত পরিবেশে। টেস্টের জন্য এমন ভেন্যু নির্ধারণ করা হয়েছে যার সঙ্গে হোটেল ও অন্যান্য সুযোগ-সুবিধা আছে। খেলোয়াড়দের যাতে বাইরে যাওয়ার প্রয়োজন না পড়ে। টেস্ট স্কোয়াডে রিজার্ভ খেলোয়াড়দেরও সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। চোট বা অসুস্থতায় যাতে সেখান থেকেই বিকল্প ব্যবস্থা করা যায়। করোনার ভয়ে ড্যারেন ব্রাভো, শিমরান হেটমায়ার ও কিমো পলের মতো তারকা নাম প্রত্যাহার করে নিয়েছের। কঠিন এই দুর্যোগকালীন সময়েও ক্রিকেট মাঠে ফেরানোর ধাপ হিসেবে এই সিরিজটি খুব গুরুত্ববহ হবে বলেই মনে করছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার, ‘আমরা ইংল্যান্ড সফরে যাচ্ছি। ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বড় একটা ধাপ এটা। খেলার নতুন এই পর্যায়ের জন্য অনেক ধরনের প্রস্তুতি নিতে হয়েছে।’ করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় বলের ওপর থুথু বা লালা ব্যবহারে নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে এটা নিশ্চিত। আরও কি কি বিধিনিষেধ থাকছে আইসিসির ভিডিও সভায় আজই জানা যাবে সেটি। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল ॥ জেসন হোল্ডার (অধিনায়ক), শাই হোপ, আলজারি জোসেফ, রেমন রেইফার, কেমার রোচ, জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, ক্রেই ব্রেথওয়েট, শামারাহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেইজ, রাকিম কর্নওয়াল, শেন ডওরিচ ও শেমার হোল্ডার।
×