ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা সফরে আপত্তি ক্রিকেটারদের

প্রকাশিত: ২৩:৫৯, ১০ জুন ২০২০

শ্রীলঙ্কা সফরে আপত্তি ক্রিকেটারদের

মিথুন আশরাফ ॥ বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) কর্মকর্তাদের কথায় তাই বোঝা যাচ্ছে। আবার করোনাভাইরাসের প্রভাব বিবেচনা করে দেশের সিনিয়র ক্রিকেটাররা এখনই শ্রীলঙ্কা সফরে যেতে চান না। আর তাই বাংলাদেশের শ্রীলঙ্কা সফরও শেষপর্যন্ত নিশ্চিতভাবেই অনিশ্চিত হয়ে পড়েছে। জুলাইয়ের শেষদিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট খেলার কথা। দুই দলের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ হওয়ার কথা। কিন্তু একের পর এক সিরিজ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত, নয়তো বাতিল হচ্ছে। বাংলাদেশের শ্রীলঙ্কা সফরও তেমনটিই হওয়ার পথে আছে। করোনাভাইরাসের কারণে শুরুতে বাংলাদেশের তৃতীয় দফায় পাকিস্তান সফর স্থগিত হয়েছে। একটি টেস্ট ও একটি ওয়ানডে খেলা ছিল। এরপর বাংলাদেশের আয়ারল্যান্ড সফরও স্থগিত হয়ে গেছে। ওয়ানডে ও টি২০ সিরিজ ছিল। ইংল্যান্ডেও দুই দলের মধ্যকার ম্যাচ হওয়াার কথা ছিল। বাংলাদেশে জুনে এসে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। এই সিরিজও স্থগিত হয়েছে। এমনকি আগস্টে যে নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফরে আসার কথা, তাও হচ্ছে না। স্থগিত হয়ে গেছে। এমন অবস্থায়, শ্রীলঙ্কায় গিয়ে খেলা ক্রিকেটারদের জন্য কঠিন বলেই মনে করা হচ্ছে। যেখানে দেশের ক্রিকেটাররা এখনও অনুশীলনই শুরু করতে পারেননি। অনুশীলন করার অনুমতি মিললেও, কবে তা শুরু করা যাবে; তার নিশ্চয়তা নেই। কোন ধরনের খেলাও খেলতে পারছেন না তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মুমিনুলরা। ব্যক্তিগতভাবে, এককভাবে অনুশীলনই শুরু করা যায়নি। দলীয় অনুশীলনতো এখনও অনেক দূরের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কা সফরে গিয়ে আবার কারো সমস্যা হলে দেশে দ্রুত আসারও কোন নিশ্চয়তা নেই। তাই ক্রিকেটাররা শ্রীলঙ্কা সফরে এখনই যেতে রাজি নন। অবস্থা আরও ভাল হলে, তারপর না হয় যাওয়া যাবে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে বলা হয়েছে, এখনই শ্রীলঙ্কা সফরে যেতে সম্মত নন বাংলাদেশের ক্রিকেটাররা। ঘরের মাঠে জুলাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আশাবাদী থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেষপর্যন্ত হতাশার দিকটিই দেখছে। দুই বোর্ডের মধ্যে আলোচনাও চলছে। কিন্তু যখন দেশের সিনিয়র ক্রিকেটাররা সফরে না যাওয়ার মত দিচ্ছেন, তখন সফর হওয়া কঠিনই হয়ে পড়েছে। বাংলাদেশ জাতীয় দলের এক সিনিয়র ক্রিকেটারই যেমন জাানিয়েছেন, ‘এই পরিস্থিতিতে আমরা শ্রীলঙ্কায় কিভাবে যাব? ওখানে গিয়ে ভাইরাসের সংস্পর্শে এলে দেশে ফিরতে পারব তো! কিংবা যদি আমাদের পরিবারের কেউ আক্রান্ত হন। আমরা কি সবকিছু চিন্তা থেকে দূরে রেখে ক্রিকেট খেলতে পারব?’ ক্রিকেটারের এমন প্রশ্নে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান, সাবেক অধিনায়ক আকরাম খান মনে করছেন নির্ধারিত সূচীতে শ্রীলঙ্কা সফর হওয়ার সম্ভাবনা খুবই কম। তিনি বলেছেন, ‘আমরা কিছু ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা সিরিজের ব্যাপারে আগ্রহ দেখাইনি। আমার মতে, নির্ধারিত সূচীতে তাই শ্রীলঙ্কা সিরিজ হওয়া খুবই কঠিন।’ শ্রীলঙ্কা অবশ্য করোনার প্রাদুর্ভাব কাটিয়ে উঠেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা যেমন কম, মৃত্যুর সংখ্যাও কম। ক্রিকেটাররা তাই অনুশীলনেও নেমে পড়েছেন। কিন্তু দেশের ক্রিকেটাররা একক অনুশীলনও করতে পারছেন না। আকরাম তাই বলেন, ‘শ্রীলঙ্কা অনুশীলনে ফিরেছে। আর আমরা এখনও দেশেই অনুশীলন শুরু করতে পারলাম না। তার চেয়ে বড় কথা আমরা এখনও জানি না, পরিস্থিতি কখন ভালো হবে। স্বতন্ত্র অনুশীলনের জন্য মাঠ প্রস্তুত হচ্ছে। তবে এখনও জানি না, কবে দলীয় অনুশীলন শুরু হবে। ক্রিকেটাররা অনেকদিন খেলার বাইরে। আমরা তাই পূর্ণ প্রস্তুতি না নিয়ে তিন টেস্টের সিরিজ খেলতে যাব না। শ্রীলঙ্কা সফর নিয়ে এখনই তাই আশ্বস্ত করতে পারছি না।’ আকরামের কথাতেই বোঝা যাচ্ছে, শ্রীলঙ্কা সফর স্থগিত হচ্ছে। বাংলাদেশ দল যদি শ্রীলঙ্কা সফরে না যায়, তাহলে লঙ্কান ক্রিকেটাররা কী করবে? সেই বিকল্পও ভেবে রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তারা ঘরোয়া ক্রিকেট আয়োজন করতে চায়। তাতে বোঝা যাচ্ছে, এসএলসিও সফর যে নাও হতে পারে, তা ধরেই নিয়েছে। এসএলসির সম্পাদক মোহন ডি সিলভা স্থানীয় একটি পত্রিকায় বলেছেন, ‘সফর দুটি এখন অনিশ্চিত। ভারত সিরিজ বাদ। বাংলাদেশেরটাও ঝুলে আছে পরিস্থিতির কারণে। যদি আগামী মাসের মধ্যে পরিস্থিতি ভাল না হয় তাহলে এ বছর আর বাংলাদেশ দল সফরে আসবে না।’ সঙ্গে যোগ করেন, ‘বাংলাদেশ সিরিজ যদি না হয়, টি২০ বিশ্বকাপে মনোযোগী হতে হবে। কারণ ওটাই আমাদের পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্ট। সঠিক সময়ে টুর্নামেন্টটি আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। এরই মধ্যে ক্রিকেট সূচী প্রকাশ করেছে তারা। টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আমরা তাই এসএলপিএল টি২০ আয়োজন করতে চাই।’ দুই বোর্ডের কর্মকর্তাদের কথাবার্তা এবং দেশের সিনিয়র ক্রিকেটারদের অনাগ্রহে বোঝাই যাচ্ছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এখন হচ্ছে না। স্থগিত হয়ে যাচ্ছে।
×