ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গতির ঝড় বাড়াতে চান রোনাল্ডো

প্রকাশিত: ২৩:৫৯, ১০ জুন ২০২০

গতির ঝড় বাড়াতে চান রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ বয়স হয়ে গেছে ৩৫ বছর। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তাতে যায় আসে না। বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফিটনেস, গতি ও ফর্ম আরও বাড়ছে জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টারের। এখনও অনেক তরুণ ফুটবলারের চেয়ে ভাল ফিটনেস নিয়ে মাঠ মাতিয়ে চলেছেন। ঘাতক করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকলেও আগামী সপ্তাহেই ফের মিশন শুরু করতে যাচ্ছে পাঁচবারের ফিফা সেরা তারকা। ধারণা করা হচ্ছে, এবারের ফেরাটা আরও অন্যরকম হবে। সেক্ষেত্রে আগের চেয়ে আরও বেশি গতি নিয়ে ফিরতে পারেন রোনাল্ডো। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে এমনই জানা গেছে। একজন টোটাল ফুটবলারের যেসব গুণাবলি প্রয়োজন তার সবই আছে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার। তাই তো এখনও বিশ্বসেরাদের একজন তিনি। এটা ধরে রাখতেই নাকি কঠিন ঘাম ঝরিয়ে চলেছেন। এর মধ্যে প্রধান কৌশল হচ্ছে গতি আরও বাড়ানো। বলার অপেক্ষা রাখে না, গতির খেলা ফুটবলে শারীরিক ফিটনেসের বিকল্প নেই। এদিক দিয়ে সিআর সেভেন সবার আদর্শের প্রতীক। লকডাউনের মাঝেও নিজেকে প্রস্তুত রাখতে ঘাম ঝরিয়েছেন প্রতিনিয়ত। দ্রুগতির ফুটবলার হওয়ার পরও আরও গতি বাড়াতে মনোযোগী হয়েছেন রোনাল্ডো। এজন্য বুটজোড়াতে হয়ত পরিবর্তন আনতে পারেন। সাধারণত ফুটবলারদের বুটের তলায় কাঁটা বা চিকন পেরেকের মতো ‘স্টাড’ থাকে। এর ফলে দৌড়ের গতি বাড়ে এবং ভারসাম্য ধরে রাখতে সুবিধা হয়। জুভেন্টাসের সবশেষ অনুশীলন সেশনে রোনাল্ডোর বুট নজরে পড়েছে সংবাদমাধ্যমের। সাধারণত পর্তুগীজ তারকা নাইকি মারকুরিয়াল সুপারফ্লাই ‘বুট’ ব্যবহার করলেও ওইদিন অনুশীলনে বিশেষভাবে বানানো এক জোড়া বুট পড়েছিলেন। পরবর্তীতে জানা গেছে, রোনাল্ডো গতি বাড়ানোর জন্য পরীক্ষামূলকভাবে কিছুদিন ধরেই এমন বুট পরে অনুশীলন করছেন। এ ধরনের বুট রাগবি খেলোয়াড়রা ব্যবহার করেন। যেখানে ছয়টির বদলে আটটি স্টাড ব্যবহার করা হয়। এতে আরও বেশি জোরে দৌড়ানো যায়। গতি বাড়ানোর অনুশীলন গত এক বছরের বেশি সময় ধরেই করছেন রোনাল্ডো। তবে নতুন এই কৌশল তিনি মাঠে প্রয়োগ করবেন কিনা সেটা এখনও জানা যায়নি। জন্মস্থান পর্তুগালের মাদেইরা থেকে গত ৫ মে ইতালির তুরিনে ফিরেছেন রোনাল্ডো। এরপর নিয়মের কারণে তখন জুভেন্টাসের অনুশীলনে যোগ দিতে পারেননি। ছিলেন আরও ১৪ দিনের আইসোলেশন। এরপর সেলফ আইসোলেশন শেষে জুভেন্টাসের অনুশীলনে যোগ দেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। সবমিলিয়ে দীর্ঘ ৭২ দিন পর রোনাল্ডো ফেরেন ব্যক্তিগত অনুশীলনে। ইতালি যখন লকডাউনে ছিল, তখন নিজ জন্মস্থান মাদেইরাতে পরিবারের সঙ্গে ছিলেন সিআর সেভেন। গত ৮ মার্চ অসুস্থ মাকে দেখতে পর্তুগাল গিয়েছিলেন তিনি। সেখানেই আটকা পড়ে যান করোনাভাইরাসের লকডাউনে। পরিস্থিতি উন্নতির দিকে এলে গত মাসের শুরুতে পর্তুগাল থেকে ইতালির তুরিনে পৌঁছান রোনাল্ডো। এখন ঘাম ঝরানো অনুশীলনে ব্যস্ত আছেন। আর সপ্তাহখানেক পরই নামবেন প্রিয় মাঠে। এদিকে সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে একজনকে বেছে নিতে গিয়ে কঠিন সমস্যায় পড়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন মিডফিল্ডার ইকাই গুন্ডোগান। তার স্বপ্নটা অবশ্য দুজনকে ঘিরেই। খেলতে চান মেসি-রোনাল্ডো দুজনের সঙ্গেই। সাক্ষাতকারে গুন্ডোগান বলেন, মেসির মতো মেধাবী ফুটবলার আর কখনও জন্মাবে না। আমার চোখে মেসি কিছুটা এগিয়ে। মেসি ও রোনাল্ডো দুজনই বড় খেলোয়াড়। একই দলে এই দুজনের সঙ্গে একদিন আমি খেলতে চাই।
×