ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভার্চুয়াল কোর্টে ব্যাংক কর্মকর্তার জামিন হয়নি

প্রকাশিত: ২৩:৩৭, ১০ জুন ২০২০

ভার্চুয়াল কোর্টে ব্যাংক কর্মকর্তার জামিন হয়নি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা ব্যাংকের অর্থ আত্মসাত মামলায় ভার্চুয়াল কোর্টেও জামিন হয়নি ঢাকা ব্যাংকের ধানম-ি শাখার ভিপি ও ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের। তবে তার জামিন শুনানির জন্য নিয়মিত কোর্ট খোলার এক সপ্তাহ পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ প্রদান করেছে। অন্যদিকে করোনার মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়য়ের সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি আইনী লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। এদিকে ভার্চুয়াল পদ্ধতিতে মামলা দায়ের ও রিমান্ড শুনানি বিষয়ে নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। ঢাকা ব্যাংকের অর্থ আত্মসাত মামলায় ভার্চুয়াল কোর্টেও জামিন হয়নি ঢাকা ব্যাংকের ধানম-ি শাখার ভিপি ও ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের। ভুয়া বিলের মাধ্যমে ঢাকা ব্যাংকের ধানম-ি শাখা থেকে ২২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক মামলাটি দায়ের করে। মঙ্গলবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেয়। মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় আইনী নোটিস করোনার মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি আইনী লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। নোটিসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (স্বাস্থ্য সেবা) সচিব ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং স্বাস্থ্য সেবা অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। ভার্চুয়ালে মামলা দায়ের ও রিমান্ড বিষয়ে নির্দেশ নিয়ে বিজ্ঞপ্তি ভার্চুয়াল পদ্ধতিতে মামলা দায়ের ও রিমান্ড শুনানি বিষয়ে নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। এ বিষয়ে নির্দেশনা দিয়ে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এএম জুলফিকার হায়াত স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাসজনিত রোগের সংক্রমণ রোধকল্পে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে ছুটিকালীন (সাপ্তাহিক ছুটি ও সরকার কর্তৃক বর্ষপঞ্জিতে ঘোষিত ছুটি ব্যতীত) শুধু নালিশী দরখাস্ত দাখিল এবং ফৌজদারি কোন মামলার আসামির রিমান্ড শুনানির ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলখানায় ভার্চুয়াল কনফারেন্সের লিংক প্রেরণ করে শুনানি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আসামিকে কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে স্বচক্ষে দেখে শুনানি করা সম্ভব হলে রিমান্ড শুনানি করার জন্য নির্দেশ দেয়া গেল।
×