ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন সংগঠনের সিদ্ধান্ত

মালিক-শ্রমিক সংগঠনের নামে কোথাও চাঁদা নেয়া যাবে না

প্রকাশিত: ২৩:১১, ১০ জুন ২০২০

মালিক-শ্রমিক সংগঠনের নামে কোথাও চাঁদা নেয়া যাবে না

স্টাফ রিপোর্টার ॥ মালিক-শ্রমিক সংগঠনের নামে দেশের কোথাও কোন পরিবহন থেকে চাঁদা না তোলার নির্দেশ দিয়েছে পরিবহন মালিক-শ্রমিকদের কেন্দ্রীয় তিন সংগঠন। এসব সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাস ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার সড়ক পরিবহন সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মালিক-শ্রমিক সংগঠনের নামে সারাদেশে কোথাও কোন জায়গায় চাঁদা উত্তোলন করা যাবে না। গত ২৯ মে তিন সংগঠনের যৌথসভার এ সিদ্ধান্ত ইতোমধ্যে দেশের সকল জেলা-উপজেলাসহ মালিক শ্রমিক সংগঠনের কাছে পৌঁছানো হয়েছে। দেশ গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২৬ মার্চ থেকে গণপরিবহন লকডাউন ঘোষণা করে সরকার। এরপর থেকে মালিক ও শ্রমিক নেতারা সহযোগিতায় এগিয়ে না আসায় প্রায় ৯০ লাখ পরিবহন শ্রমিকদের কষ্টের কথা বারবার বিভিন্ন গণমাধ্যমে ওঠে আসে। অথচ প্রতিদিন মালিক ও শ্রমিক সংগঠনের ব্যানারে শ্রমিক কল্যাণে প্রতিটি গাড়ি থেকে ৭০ টাকা উত্তোলন করা হয়। করোনাকালে শ্রমিকদের রীতিমতো মানবেতর জীবন যাপন করতে হয়েছে। এই পরিস্থিতিতে শ্রমিক কল্যাণের অর্থ কোথায় গেল এ নিয়ে সারাদেশে তীব্র সমালোচনা হয়। পাশাপাশি আবারও সামনে আসে পরিবহন সেক্টরে চাঁদাবাজির বিষয়টি। যার প্রেক্ষিতে গত চার জুন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন। পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত বৈঠকে অবৈধ চাঁদাবাজি বন্ধে মালিক ও শ্রমিক নেতারাও ঐকমত্য পোষণ করেন। মঙ্গলবার সড়ক পরিবহন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল আলম খোকন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বার্তায় আরও বলা হয়, গত চার জুন পরিবহন সেক্টরে অবৈধ চাঁদাবাজি বন্ধে পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত বৈঠক আগে থেকে জানা না থাকায় অনেকেই উপস্থিত হতে পারেননি। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী সেই বৈঠকে সারাদেশের পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধের জন্য পুলিশের মহাপরিদর্শক যে নির্দেশনা দিয়েছেন এরসঙ্গে সড়ক পরিবহন সমিতি পুরোপুরি একমত পোষণ করছি। দীর্ঘদিন পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে কোথাও কোথাও আমরা অপপ্রচারের শিকার হয়েছি। সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বিবৃতিতে বলেন, চাঁদাবাজি বন্ধ করে পরিবহন সেক্টরকে চাঁদা মুক্ত করার পক্ষে আমরা একমত। সারাদেশে পরিবহনে চাঁদাবন্ধের ব্যাপারে পুলিশের মহাপরিদর্শক যে নির্দেশনা দিয়েছেন এরসঙ্গে ঐকমত্য পোষণ করে আমরা পূর্ণ সহযোগিতার আশ^াস দিচ্ছি।
×