ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসছে বুধবার

প্রকাশিত: ০০:৩২, ৯ জুন ২০২০

পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসছে বুধবার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর ৩১তম স্প্যান ৫-এ বসতে যাচ্ছে বুধবার। কাজের সুবিধার জন্য ওই দিন শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-চ্যানেলে ফেরি, লঞ্চ, স্পীডবোট, ট্রলারসহ সকল ধরনের জলযান সকাল ১১টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলাচল বন্ধ রাখার জন্য বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। ৩১তম স্প্যানটিই জাজিরা প্রান্তের শেষ স্প্যান। এটি বসে গেলে মাওয়া প্রান্তে আর মাত্র ১০টি স্প্যান বসানো বাকি থাকবে। যা ভরা বর্ষায়ও খুঁটির ওপর বসাতে কষ্ট পেতে হবে না। তবে ৩১তম স্প্যানটি বসানো জটিল হওয়ায় এটি বুধবারই খুঁটির ওপর বসাতে চায় ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি। সে লক্ষে তারা সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। এখন শেষ সময়ের কাজ চলছে। এ ব্যাপারে শিমুলিয়া ঘাটস্থ বিআইডব্লিউটিসি’র এজিএম মোঃ শফিকুল ইসলাম জানিয়েছেন, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মহোদয়কে দেয়া সেতু কর্তৃপক্ষের একটি চিঠির অনুলিপি আমার হস্তগত হয়েছে। উর্ধতন কর্তপক্ষের সিদ্ধান্ত পাওয়া গেলে বুধবার বেলা-১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফেরি চরাচল বন্ধ রাখা হতে পারে। এদিকে সেতু বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোঃ আবু নাছের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী বুধবার যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে চলাচলের পরামর্শ দেয়া দয়েছে। এ দিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি চ্যানেল দিয়ে ফেরি, লঞ্চ, স্পীডবোট, ট্রলারসহ সকল ধরনের জলযান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
×