ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংসদ সচিবালয়ের ৪৩ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ০০:৩২, ৯ জুন ২০২০

সংসদ সচিবালয়ের ৪৩ জন করোনা আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ সংসদ সচিবালয়ের ৪৩ কর্মকর্তা-কর্মচারীর দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে প্রায় ৪৫০ জনের কোভিড-১৯ পরীক্ষার পর সোমবার পর্যন্ত ৪৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। তবে এদের অধিকাংশেরই তেমন কোন উপসর্গ নেই বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ। খবর বিডিনিউজের। আগামীকাল বুধবার শুরু হচ্ছে ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন। পরদিন বাজেট উত্থাপন হবে, পাস হবে ৩০ জুন। করোনাভাইরাস মহামারীর এই সময়ে সংসদ অধিবেশন শুরুর আগে এসএসএফের সুপারিশে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়। বাজেট অধিবেশন উপলক্ষে সংসদে দায়িত্বরত প্রায় ৪৫০ কর্মকর্তা-কর্মচারীর নমুনা পরীক্ষা ২ জুন থেকে শুরু হয়েছিল। সোমবার তা শেষ হয়েছে। জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ বলেন, ‘ধাপে ধাপে কয়েক দফায় পরীক্ষা করা হয়েছে। যাদের পরীক্ষায় ফল পজিটিভ এসেছে, তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সংসদের মেডিক্যাল সেন্টারের চিকিৎসকরা তাদের সর্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন।’ বাংলাদেশে এ পর্যন্ত ৬৮ হাজার ৫০৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একজন মন্ত্রীসহ মোট ছয়জন সংসদ সদস্যও আক্রান্ত হয়েছেন।
×