ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অধিক সংক্রমিত এলাকায় ‘বিশেষ নিয়ন্ত্রণ’ আরোপে প্রধানমন্ত্রীর সায়

প্রকাশিত: ০০:০৩, ৯ জুন ২০২০

অধিক সংক্রমিত এলাকায় ‘বিশেষ নিয়ন্ত্রণ’ আরোপে প্রধানমন্ত্রীর সায়

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অধিক সংক্রমণ এলাকাগুলোতে ‘বিশেষ নিয়ন্ত্রণ’ আরোপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন বলে জানিয়ছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। খবর বিডিনিউজের। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরার সামনে ব্রিফ করেন। মন্ত্রিপরিষদ বিভাগ ওই ব্রিফিংয়ের অডিও রেকর্ড সাংবাদিকদের সরবরাহ করেছে। বৈঠকে সারা দেশকে লাল, সবুজ ও হলুদ জোনে ভাগ করার বিষয়ে কোন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোন এলাকায় যদি অধিক সংক্রমণ থাকে সেই ক্ষেত্রে ওই এলাকাকে যদি স্পেশালি নিয়ন্ত্রণে নেয়া যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, সেটি এ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতেই করে নিতে পারবেন। জোনিং করে ‘লকডাউনের’ বিষয়ে মন্ত্রিসভায় কোন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সচিব বলেন, এটা কেবিনেট মিটিংয়ে আলোচনা হয়নি, মন্ত্রীর (স্বাস্থ্যমন্ত্রী) সঙ্গে আমার আলোচনা হয়েছে। এটি কেবিনেটের বিষয় নয়, আমাদের যে সংক্রামক ব্যাধি আইন আছে সেই আইনের মধ্যে এটা দেয়া আছে। সেই অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর অথোরাইজড। প্রধানমন্ত্রী এটা এ্যাপ্রিশিয়েট করেছেন। আমরা যেটা আইটি ব্যবহার করে যেভাবে জোনিং করার চিন্তাভাবনা হচ্ছে এটা সারা পৃথিবীতে করা হচ্ছে। এটাতে সুবিধা আছে। সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্যান্য এক্সিকিউটিভ মিনিস্ট্রি তারা যদি মনে করে কোন্ জায়গাটাকে রেড জোন ডিক্লেয়ার করা সবার জন্য ভাল। কারণ সবাই তখন সতর্ক হতে পারবে।
×