ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতের মহারাষ্ট্রেই করোনা শনাক্ত চীনের চেয়ে বেশি

প্রকাশিত: ২২:১৮, ৯ জুন ২০২০

ভারতের মহারাষ্ট্রেই করোনা শনাক্ত চীনের চেয়ে বেশি

জনকণ্ঠ ডেস্ক ॥ মহামারী করোনা থেকে স্বস্তি পেয়েছে স্পেন। দেশটির সব মসজিদে নামাজ পড়ার অনুমতি দেয়া হয়েছে। নিউজিল্যান্ডে এখন আর কোন করোনা রোগী না থাকায় সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। ব্রিটেনে লকডাউনের পর একদিনে সর্বনি¤œ মৃত্যুর ঘটনা ঘটেছে। সিঙ্গাপুরে কোভিড-১৯ আক্রান্তদের অর্ধেকই উপসর্গহীন। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জ্বর-গলা ব্যথা নিয়ে আইসোলেশনে রয়েছেন। আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে ভারতে। শুধু মহারাষ্ট্রেই করোনা রোগী শনাক্তের সংখ্যা চীনের চেয়ে বেশি। পাকিস্তানে লাখ ছাড়াল করোনা রোগীর সংখ্যা। তালিকায় ১৫তম স্থানে রয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে বলে হজ কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে এক লাখ ১০ হাজার ছাড়াল করোনায় মৃতের সংখ্যা। খবর বিবিসি, নিউজিল্যান্ড হেরাল্ড, এবিসি নিউজ, ডন, গার্ডিয়ান, রয়টার্স, জন হপকিন্স ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ডোমিটারের। বিশ্বব্যাপী করোনাভাইরাস সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর মতে, সারাবিশ্বে ৭১ লাখ ৫৩ হাজার ৭৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা হয়েছে চার লাখ সাত হাজার ৭১১। সুস্থ হয়ে উঠেছেন ৩৪ লাখ ৯৫ হাজার ৮৮৯ জন। এ্যাক্টিভ কেস রয়েছে ৩২ লাখ ৩৪ হাজার ৪৭৮। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৫৩ হাজার ৭৪৪ জন। সোমবার দিনের শুরুতে করোনায় আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৫২৮ জন। মারা গেছেন এক হাজার ৪৮১ জন। সবচেয়ে বেশি মারা গেছে ব্রাজিলে। সেখানে মৃতের সংখ্যা ৮১৩ জন। এরপর মেক্সিকোয় ১৮৮ জন মারা গেছে। আক্রান্ত তিন হাজার ৪৮৪ জন। রাশিয়ায় মারা গেছে ১১২ জন। আক্রান্ত আট হাজার ৯৮৫ জন। ব্রিটেনে একদিনে সর্বনিম্ন মৃত্যু ॥ ইউরোপে করোনার প্রকোপ আশাব্যঞ্জক হারে কমছে। চীনের পর করোনা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ছিল মহাদেশটি। তবে সাম্প্রতিক দিনগুলোতে অঞ্চলটিতে ভাইরাসটির সংক্রমণ প্রায় সব দেশেই কমেছে। গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে মাত্র ৭৭ জন মারা গেছেন; যা দেশটিতে লকডাউন জারির পর একদিনে সর্বনিম্ন মৃত্যু। অথচ আগের দিনও দেশটিতে মোট ২০৪ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছিল। আর দুদিন আগে মৃতের সংখ্যা ছিল ৩৫৭ জন। ব্রিটেনে এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪০ হাজার ৫৪২ জনে। স্পেনে সব মসজিদে নামাজ পড়ার অনুমতি ॥ করোনা বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে সেই আগের কর্মচাঞ্চল্যে ফিরে যেতে শুরু করেছে স্পেন। দীর্ঘ তিনমাস পর সরকারের দ্বিতীয় ধাপে ঘোষণার পর দোকানপাট খুলতে শুরু করেছে। দোকানপাট খোলার পর এবার সোমবার থেকে মসজিদে নামাজ পড়ার জন্য সরকার অনুমতি দিয়েছে। শর্তসাপেক্ষে মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন। এ দফায় একসঙ্গে ১৫০ মুসল্লি নামাজ পড়ার সুযোগ পাবেন। আইসোলেশনে কেজরিওয়াল ॥ করোনা আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দেয়ায় আইসোলেশনে রয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লীর ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি) জানায়, মৃদু জ্বর ও গলা ব্যথা থাকায় সেলফ আইসোলেশনে রয়েছেন কেজরিওয়াল। এ কারণে সব ধরনের বৈঠকও বাতিল করেছেন তিনি। রবিবার দুপুর থেকে অসুস্থ তিনি এবং তখন থেকেই কারও সঙ্গে সাক্ষাত করেননি। দিল্লীতে সরকারী বাসভবনে আইসোলেশনে রয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেজরিওয়ালের সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন এএপি নেতা এবং শুভাকাক্সক্ষীরা। পাকিস্তানে লাখ ছাড়াল ॥ গত মাসে লকডাউন শিথিলের পর থেকেই পাকিস্তানে বাড়ছে করোনার সংক্রমণ। ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে দেশটিতে। পাশাপাশি, বিশ্বের মধ্যে সর্বোচ্চ সংক্রমিত দেশের তালিকায় ১৫তে উঠে এসেছে তারা। পাকিস্তানের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় পাঁচ হাজার। মারা গেছেন অন্তত ৬৭ জন। আর এক সপ্তাহে সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৮৫৩ জন। মৃত্যু হয়েছে ৪৫৮ জনের। মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ তিন হাজার ৬৭১ জন। মারা গেছেন ২ হাজার ৬৭ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে মোট ৩৪ হাজার ৩৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। সৌদি আরবে হজ অনিশ্চিত ॥ সৌদি আরবে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। দেশটিতে গত ১০ দিনে শনাক্ত হওয়া নতুন রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ৯১৪ জনে। এদিকে করোনার প্রকোপ বৃদ্ধিতে আসন্ন হজ অনুষ্ঠিত হবে কি-না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত সেদেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭১২ জনের। সম্প্রতি কঠোর লকডাউন শিথিল করার পরপরই সৌদিতে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। সর্বশেষ শনি ও রবিবার পরপর দুই দিনই ৩ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়। সিঙ্গাপুরে অর্ধেকই উপসর্গহীন ॥ সিঙ্গাপুরে এখন করোনায় যারা আক্রান্ত হচ্ছেন তাদের অর্ধেকের ক্ষেত্রেই কোন উপসর্গ নেই বলে সরকারী ভাইরাস টাস্কফোর্সের উর্ধতন এক কর্মকর্তা জানিয়েছেন। টাস্কফোর্সের সহ-প্রধান লরেন্স ওং সোমবার জানান, এটি উদ্ঘাটন হওয়াতেই সরকার লকডাউনের বিধিনিষেধ খুবই ধীরে শিথিল করছে। ছোট দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকদের ডরমিটরিতে করোনার ব্যাপক প্রাদুর্ভাব রয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ৩৮ হাজার জন আক্রান্ত হয়েছেন। প্রায় দুই মাসের লকডাউন শেষে গত সপ্তাহে স্কুল এবং কিছু ব্যবসা-বাণিজ্য আবার চালু হয়। যুক্তরাষ্ট্রে এক লাখ ১০ হাজার ছাড়াল ॥ যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের গতি কিছুটা কমলেও থেমে নেই মৃত্যুর মিছিল। ইতোমধ্যেই দেশটিতে মোট মৃতের সংখ্যা এক লাখ ১০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যাও ২০ লাখ ছুঁই ছুঁই করছে। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৫০৩ জন। আক্রান্ত ১৯ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ লাখেরও বেশি মানুষ।
×