ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্পর্শ ছাড়া হাত ধোয়ার মেশিন

প্রকাশিত: ২২:১১, ৯ জুন ২০২০

স্পর্শ ছাড়া হাত ধোয়ার মেশিন

করোনা মহামারীর সময় স্পর্শ ছাড়া হাত ধোয়ার মেশিন বানিয়ে প্রেসিডেন্ট পুরস্কার পেয়েছে কেনিয়ার স্টিফেন ওয়ামুকোটা (৯) নামের এক স্কুলশিক্ষার্থী। সে কেনিয়ার পশ্চিম অংশের বুনগোমা এলাকার বাসিন্দা। স্টিফেন কাঠ, পেরেক আর ছোট একটি পানির ড্রাম দিয়ে তৈরি করেছে এই হাত ধোয়ার মেশিন। যেটি ব্যবহার করার জন্য হাত দিয়ে মেশিন স্পর্শ করার প্রয়োজন নেই। স্টিফেনের যন্ত্রটি একটি কাঠামোর মতো দেখতে। যেখানে দুটি প্যাডেল রয়েছে। একটিতে পা দিয়ে চাপ দিলেই তরল হ্যান্ডওয়াশ বেরিয়ে আসছে। অন্যটিতে চাপ দিলে একটি ড্রাম থেকে পানি পড়ার ব্যবস্থা করা হয়েছে। নিচে বেসিনের মতো করে রাখা হয়েছে একটি প্লাস্টিকের গামলা। হাত ধোয়া পানি সেই গামলা হয়ে দূরে চলে যাচ্ছে পাইপের মাধ্যমে। স্টিফেন জানিয়েছে, স্থানীয় সংবাদমাধ্যম থেকে সে করোনা প্রতিরোধে হাত ধোয়ার গুরুত্বের কথা জানতে পারে। তারপরই সে ওই যন্ত্রটি তৈরি করে। স্টিফেনের ওই যন্ত্রের কথা গণমাধ্যমে প্রকাশের পর কেনিয়ার প্রেসিডেন্ট পুরস্কারের জন্য সে মনোনীতও হয়। শুধু স্টিফেন নয় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর মোট ৬৮ জনের হাতে পুরস্কার তুলে দেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াট্টা। -এএফপি
×