ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ তদারকি শুরু

প্রকাশিত: ২১:০৮, ৯ জুন ২০২০

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ তদারকি শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে ব্যাংকগুলোর ২০০ কোটি টাকা বিনিয়োগের বিষয়ে সোমবার থেকে তদারকি (মনিটরিং) শুরু করেছে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই মনিটরিং কার্যক্রম যা প্রতিদিন করা হবে বলে কেন্দ্রীয় ব্যাংকটি জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগের কারণেই দিনটিতে আগের চেয়ে লেনদেন বেড়েছে। শেয়ারবাজারে তারল্য সঙ্কট সমাধানে ব্যাংকগুলোকে সহজ শর্তে ২০০ কোটি টাকা করে ঋণ দেয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে করোনাভাইরাস মহামারীতে শেয়ারবাজার ৬৬ দিন বন্ধ থাকায় সে বিনিয়োগ করা আটকে ছিল। তবে শেয়ারবাজার এখন খুলেছে। তাই বিনিয়োগ করাকে উৎসাহিত করবে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে রাষ্ট্রায়ত্ত চারটিসহ কয়েকটি ব্যাংক বিনিয়োগ কার্যক্রম শুরুও করেছে। ডিএসইর পরিচালক রকিবুর রহমান বলেন, সরকার প্রত্যেকটি ব্যাংকে ২০০ কোটি টাকা করে ৫ বছরের জন্য শেয়ারবাজারে বিনিয়োগ করার দীর্ঘমেয়াদী সুবিধা দিয়েছেন। এই বিনিয়োগের মাধ্যমে শেয়ারবাজারে ইতিবাচকতা ফিরে আসবে এবং তারল্য সঙ্কট দূর হবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসি যৌথ মনিটরিং শুরু করছে। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংককে প্রতিদিন জানাতে হবে তারা কত টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করেছে। এই ২০০ কোটি টাকা বিনিয়োগে কোন সমস্যা হলে, বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিক তা সমাধান করে দিবে। এটা বাংলাদেশ ব্যাংকের শেয়ারবাজারে তারল্য সঙ্কট দূরীকরণে একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এর আগে গত ১ জুন সৌজন্য সাক্ষাতে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ব্যাংকগুলোকে শেয়ারবাজারে ২০০ কোটি টাকা তহবিল গঠনের মাধ্যমে বিনিয়োগে আনার জন্য বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেন। তিনি গবর্নরকে বলেন, ব্যাংকগুলোকে শেয়ারবাজারে বিনিয়োগে ২০০ কোটি টাকার ফান্ড গঠনের সুবিধা দেয়া হলেও মাত্র ২টি বাণিজ্যিক ব্যাংক আংশিক বিনিয়োগ করেছে। আর ৮টি ব্যাংক এ বিষয়ে পর্ষদের অনুমোদন নিলেও এখনও এগিয়ে আসেনি।
×