ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে লেনদেন বাড়লেও সূচক কমেছে

প্রকাশিত: ২১:০৭, ৯ জুন ২০২০

শেয়ারবাজারে লেনদেন বাড়লেও সূচক কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা চার কার্যদিবস পতনের পর রবিবার দেশের শেয়ারবাজারে সূচক সামান্য বেড়েছিল। কিন্তু সূচকের এই উত্থান সোমবারে টেকেনি। বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়লেও উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগেরদিন থেকে বেড়ে শত কোটি টাকা ছাড়িয়েছে। আর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার থেকে কেন্দ্রীয় ব্যাংক শেয়ারবাজারে নগদ সহায়তা দিতে ব্যাংকগুলোর বিনিয়োগ কার্যক্রম পর্যবেক্ষণ করবে বলে নিশ্চিত করার পর কিছু প্রতিষ্ঠান বিনিয়োগ শুরু করেছে। যার কারণে সার্বিকভাবে লেনদেন বেড়েছে। এছাড়া আগামী ১১ জুন ঘোষণা করতে যাওয়া বাজেটে নিঃশর্তভাবে ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। যার কারণে করোনা মহামারীর মাঝেও কিছু ব্যক্তি শেয়ার বিনিয়োগকারী শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করছে। এটারই ফলে সোমবারে গত দুই কার্যদিবসের তুলনায় কিছুটা বেশি লেনদেন হয়েছে। যদিও বেশিরভাগ কোম্পানি ফ্লোর প্রাইজে লেনদেন হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট এবং সিডিএসইটি ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯১৭ পয়েন্টে, ১৩২৫ পয়েন্টে এবং ৭৮৪ পয়েন্টে। ডিএসইতে ১০৬ কোটি টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগেরদিন থেকে ৩৫ কোটি ৯৮ লাখ টাকা বেশি। আগেরদিন লেনদেন হয়েছিল ৭০ কোটি ২ লাখ টাকার। ডিএসইতে ২৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২টির বা ৪ শতাংশের, শেয়ার দর কমেছে ২৪টির বা ৮ শতাংশের এবং ২৪৭টির বা ৮৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছ। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ঃ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এক্সিম ব্যাংক, বেক্সিমকো ফার্মা, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সেন্ট্রাল ফার্মা, রেকিট বেনকিসার, বেক্সিমকো ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো ॥ ফনিক্স ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল লাইফ, আমরা টেক, দেশ গার্মেন্টস, পূবালী ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এএমসিএল (প্রাণ), ন্যাশনাল টি ও এমবি ফার্মা। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো ॥ এসিআই ফর্মুলেশন, এক্সিম ব্যাংক, বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিক, একমি ল্যাবরেটরিজ, সেন্ট্রাল ফার্মা, বেক্সিমকো, বেক্সিমকো সিনথেটিকস, এসিআই ও বিজিআইসি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব সূচক বেড়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৫০ পয়েন্টে। সিএসইতে ৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০টির দর বেড়েছে, কমেছে ১৬টির আর ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১ কোটি ৫১ লাভ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×