ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বর্ণবাদ মহামারীর মতো ॥ স্টার্লিং

প্রকাশিত: ২১:০৪, ৯ জুন ২০২০

বর্ণবাদ মহামারীর মতো ॥ স্টার্লিং

স্পোর্টস রিপোর্টার ॥ বর্ণবাদ পৃথিবীতে একটা কালো থাবা। প্রায়ই এটি কলুষিত করে সমাজকে। নির্মল বিনোদনের মাধ্যম ক্রীড়াঙ্গনও রেহাই পায় না এটা থেকে। মাঝেমধ্যেই খেলার মাঠে বর্ণবাদের মতো বাজে ঘটনা চোখে পড়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে সাবেক বাস্কেটবল ও ফুটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর এটা নিয়ে আবারও সরব হয়েছে গোটা বিশ্ব। এই হত্যার প্রতিবাদে শুরু হওয়া ‘ব্ল্যাক লাইভস ম্যাটারস’ আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন ম্যানচেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এই আন্দোলনের প্রভাব পড়েছে ইংল্যান্ডেও। প্রাণঘাতী করোনাভাইরাসের হুমকির কারণে সমাবেশের ব্যাপারে সরকারের সতর্কবাণী থাকলেও হাজার হাজার লোক এই আন্দোলনে শরিক হয়েছেন। গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসে ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ ফ্লয়েড পুলিশ হেফাজতে মারা যান। একটা সময় বাস্কেটবল ও ফুটবল খেলতেন তিনি। এরই মধ্যে জার্মান বুন্দেসলীগার বিভিন্ন দল, খেলোয়াড়, ইংলিশ প্রিমিয়ার লীগের দল, ক্রিকেটারসহ ক্রীড়াঙ্গনের অনেকে প্রতিবাদ জানিয়েছেন। বছরের পর বছর ধরে চলে আসা বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন স্টার্লিং। সাক্ষাতকারে তিনি বলেন, এটা মহামারীর মতো। এর একটা সমাধান চাই আমরা। প্রতিবাদকারীরাও একই কাজ করছে। তারাও একটা সমাধান খুঁজে পাওয়ার এবং যে অবিচার তারা দেখছে, সেটা থামানোর একটা পথ খুঁজছে। তারা নিজেদের দাবির পক্ষে লড়াই করছে। স্টার্লিং বলেন, যতক্ষণ তারা এই প্রতিবাদ শান্তিপূর্ণভাবে ও নিরাপদভাবে করছে, কাউকে আঘাত না করে এবং কোন দোকানপাট ভাঙচুর না করে করছে, ততদিন তারা শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ চালিয়ে যাবে। এটা শত শত বছর ধরে চলছে, মানুষ এখন ক্লান্ত। তারা পরিবর্তনের জন্য প্রস্তুত। অনেক মানুষকে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদ করতে ও আন্দোলনকে সমর্থন করতে দেখি। কিন্তু বিষয়টির ইতি টানতে শুধু কথা বলার চেয়ে আরও কিছু প্রয়োজন।
×