ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বীরের বেশেই ফিরছেন মেসি...

প্রকাশিত: ২১:০৪, ৯ জুন ২০২০

বীরের বেশেই ফিরছেন মেসি...

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বৃহস্পতিবার নতুন করে শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগা। একদিন বাদেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। কিন্তু দলটির প্রাণভোমরা ও অধিনায়ক লিওনেল মেসির প্রত্যাবর্তন ম্যাচে খেলা নিয়ে জেগেছিল সংশয়। কিন্তু সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন বার্সিলোনা কোচ কিকে সেটিয়েন। সেই সঙ্গে মেসি নিজেও জানিয়েছেণ মাঠে নামতে তিনি মুখিয়ে আছেন। মায়োর্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে বার্সা। ম্যাচটি সামনে রেখে ন্যুক্যাম্পে অনুশীলন করে চলেছেন কাতালান ফুটবলাররা। নিজের প্রিয় মাঠে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি। অবশ্য বার্সা অধিনায়ক ছিলেন না দলীয় অনুশীলনে। উরুতে সামান্য চোট পাওয়ায় ব্যক্তিগত অনুশীলন করেছেন তিনি। তবে ফের অনুশীলনে ফিরতে পেরে আনন্দিত আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্যাম্প ন্যুয়ে তোলা এক ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিতে মেসি জানিয়েছেন, ক্যাম্প ন্যুয়ে খেলার জন্য তিনি কতটুকু অপেক্ষা করছেন। মেসি লিখেছেন, ‘আমি সত্যি এই জায়গাকে খুব মিস করেছি। আমি এখানে খেলার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ মায়োর্কার বিপক্ষে মেসির খেলা নিয়ে ওঠা শঙ্কা উড়িয়ে দিয়েছেন বার্সিলোনা কোচ সেটিয়েন। তিনি জানিয়েছেন, ম্যাচ খেলতে সম্পূর্ণ প্রস্তুত আর্জেন্টাইন তারকা। বার্সা বস বলেন, কেবল মেসি নয়, অন্য খেলোয়াড়রাও হালকা চোটের কারণে অনুশীলন করেনি। কয়েক জনের এই সমস্যা হয়েছে। মেসির সামান্য সমস্যা আছে, তবে গুরুতর নয়। আমার মনে হয়, সে এখন পুরোপুরি ঠিক আছে এবং তার কোন সমস্যা নেই। বাকি খেলোয়াড়দের বিষয়টাও তাই। দেখা যাক লীগ কিভাবে এগোয় আর পরিস্থিতি কেমন দাঁড়ায়। লীগে এখনও ১১ রাউন্ডের খেলা বাকি। সব ম্যাচেই অধিনায়ককে চান কাতালান ক্লাবটির কোচ। এ প্রসঙ্গে সেটিয়েন বলেন, সামনে আমাদের অনেক ম্যাচ আছে আর স্কোয়াডটাও বেশ ছোট। অবশ্যই আমি মেসিকে সব সময় মাঠে চাই। কারণ সে আমাদের সেরা তারকা। আমার বিশ্বাস মেসি বীরের বেশেই ফিরে আসবে। ডাচ তারকা ফ্রাঙ্কি ডি ইয়ং মেসির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি নিজের প্রথম মৌসুম কাটাচ্ছেন বার্সায়। তারকা এই মিডফিল্ডার জানিয়েছেন, বার্সায় ধারাবাহিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি মেসির কৌশলগত উপদেশ-পরামর্শ নিচ্ছেন। ২০১৯ সালে স্বদেশী ক্লাব আয়াক্স ছেড়ে ক্যাম্প ন্যুয়ে আসেন ডি ইয়ং। ইতোমধ্যে কাতালানদের ভরসার মিডফিল্ডার হয়ে উঠেছেন তিনি। ২৩ বছর বয়সী এই তরুণ তারকা বলেছেন, তার উন্নতির পেছনে মেসির পরামর্শ কতটা সাহায্য করছে তাকে। ডি ইয়ং বলেন, যদি মেসি তোমার সঙ্গে কথা বলেন এবং উপদেশ দেন তবে তা অবশ্যই গ্রহণ করবে। কারণ তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। তিনি যদি উপদেশ দেন, তবে তা শুনবে। মাঝে মধ্যে তিনি নিচে নেমে বা পাশে গিয়ে খেলতে বলেন, বিষয়গুলো খুব ছোট তবে তা পার্থক্য গড়ে দেয়। এদিকে নতুন করে শুরু হতে যাওয়া লা লিগায় প্রতি ম্যাচের আগেই করোনায় মৃতদের জন্য শোক প্রকাশ করা হবে। সেভিয়া ও রিয়াল বেটিসের ম্যাচ দিয়ে শুরু হবে লা লিগা। ম্যাচটি শুরুর আগে করোনায় নিহতদের স্মরণ করে এক মিনিটের নীরবতা পালন করা হবে। শুধু এই ম্যাচেই নয়, লা লিগার প্রতিটি ম্যাচের আগেই এভাবে স্মরণ করা হবে নিহতদের। স্পেনের ফুটবল ফেডারেশন আর লা লিগা কর্তৃপক্ষ এক যৌথ বিবৃতিতে ম্যাচের আগে এক মিনিটের নীরবতার বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দুই সংগঠনই করোনায় নিহত মানুষ আর তাদের পরিবারবর্গকে শ্রদ্ধা জানাতে ম্যাচ শুরুর আগে এক মিনিটের নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রক্রিয়া মূলত শুরু হবে বুধবার থেকে। লা লিগা বৃহস্পতিবার মাঠে গড়ালেও স্পেনের পেশাদার ফুটবলও শুরু হবে এদিন। ওইদিন মুখোমুখি হবে স্পেনের দ্বিতীয় বিভাগের দুই দল রায়ো ভায়েকানো ও আলবাসেটে। দল দুটি দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটই শুধু খেলবে। এর আগে প্রথম ৪৫ মিনিট খেলার পর ম্যাচটি স্থগিত হয়েছিল।
×