ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এক সময় জোকোভিচের খুব কাছের বন্ধু ছিলাম

আনার মনের কথা...

প্রকাশিত: ২১:০৪, ৯ জুন ২০২০

আনার মনের কথা...

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব টেনিসে পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ের তালিকায় সবার ওপরে রজার ফেদেরার। ২০ গ্র্যান্ডস্লাম জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি। একটি গ্র্যান্ডস্লাম কম নিয়ে তালিকার দুই নম্বরে রাফায়েল নাদাল। ১৭টি মেজর শিরোপা জিতে তাদের পরেই অবস্থান করছেন নোভাক জোকোভিচ। তবে সার্বিয়ার সাবেক তারকা খেলোয়াড় আনা ইভানোভিচের বিশ্বাস গ্র্যান্ডস্লাম জয়ের তালিকায় একদিন রজার ফেদেরারকেও ছাড়িয়ে যাবেন নোভাক জোকোভিচ। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ সাত নম্বরে থাকা বারবারা স্কেটের সঙ্গে ইন্সটাগ্রাম চ্যাটে কথা হচ্ছিল আনা ইভানোভিচের। এক প্রশ্নের জবাবে সেখানেই এমনটা জানান ইভানোভিচ। সাবেক নাম্বার ওয়ান তারকা ইভানোভিচ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই একদিন ফেদেরারকে ছাড়িয়ে যাবেন জোকোভিচ।’ স্বদেশী তারকা জোকোভিচের পক্ষে এমন রায়ের বেশ কিছু যুক্তিও আছে। প্রথমত, বয়স। তারপর পারফর্মেন্স। বয়সে আটত্রিশকেও ছাড়িয়ে গেছেন রজার ফেদেরার। আসছে আগস্টে ঊনচল্লিশে পা রাখবেন ফেড এক্সপ্রেস। অন্যদিকে গত মাসেই তেত্রিশে পা রাখলেন নোভাক জোকোভিচ। আর পারফর্মেন্সের বিবেচনায় ফেদেরারের গ্রাফ যেমন নিম্নগামী ঠিক উল্টো উর্ধগামী নোভাক জোকোভিচ। সুইস কিংবদন্তি রজার ফেদেরার সর্বশেষ মেজর শিরোপার দেখা পেয়েছিলেন ২০১৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে। এরপর আর কোন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। অন্যদিকে একই বছরে জোকোভিচ দুটি মেজর শিরোপার দেখা পেয়েছিলেন। গত মৌসুমেও সমান দুটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেন। চলতি বছরে অনুষ্ঠিত একটিমাত্র গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেরও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন জোকোভিচ। মেলবোর্নে পিছিয়ে পড়েও পাঁচ সেটের লড়াইয়ে অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েমকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতেন জোকোভিচ। মেয়েদের টেনিস নতুন দশকের শুরুতেই পেয়ে যায় নতুন গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন। স্পেনের গারবিন মুগুরুজাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতেন সোফিয়া কেনিন। তবে পুুরুষ টেনিস অনুসরণ করতে পারেনি মেয়েদের টেনিসকে। চলতি বছরের শুরুতে সম্ভাবনা জাগিয়েও নতুন দশকের প্রথম গ্র্যান্ডস্লাম পায়নি নতুন চ্যাম্পিয়ন। পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েমকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ একক জিতেন নোভাক জোকোভিচ। গত বছরই যিনি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের রেকর্ড গড়েছিলেন। এবার নিজের অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের নতুন কীর্তি গড়েন। পারফর্মেন্স বিবেচনায় দেখা যায় ফাইনালের আগে মাত্র একটি সেট হেরেছেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন জিতে রাফায়েল নাদালকে সরিয়ে র?্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও নিজের করে নেন জোকোভিচ। আটটি অস্ট্রেলিয়ান ওপেন ছাড়াও পাঁচটি উইম্বলডন, তিনটি ইউএস ওপেন ও একটি ফ্রেঞ্চ ওপেন জিতেছেন জোকোভিচ। সার্বিয়ান তারকা জোকোভিচের চেয়ে পুরুষ টেনিসে বেশি গ্র্যান্ডস্লাম জিতেছেন শুধু রজার ফেদেরার আর রাফায়েল নাদাল।
×