ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গর্ভবতী নারীদের সহায়তায় আরিফার সঙ্গে তামিম

প্রকাশিত: ২১:০২, ৯ জুন ২০২০

গর্ভবতী নারীদের সহায়তায় আরিফার সঙ্গে তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণের থাবায় এখন জর্জরিত বাংলাদেশ। সংক্রমণ কমার কোন লক্ষণ নেই, উল্টো বাড়ছে প্রতিদিনই। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহার। এই করোনাভাইরাস বাংলাদেশে আঘাত হানার পর থেকেই রংপুরের মহিলা ক্রিকেটার আরিফা জাহান বীথি অসহায়দের সহায়তা বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে বড় বোনের পরামর্শে নিজ জেলা রংপুরের গর্ভবতী নারীদেরও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি। ৩০ এপ্রিল থেকে গর্ভবতী নারীদের জন্য কাজ করছেন আরিফা। এবার তিনি পাশে পেয়েছেন পুরুষ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালবে। গর্ভবতী নারীদের জন্য উপহার পাঠিয়েছেন তিনি আরিফাকে। আর রোজার মধ্যেই পেসার রুবেল হোসেনও সহায়তা দিয়েছিলেন। ২২ বছর বয়সেই এখন ক্রিকেট কোচিংয়ে জড়িত হয়েছেন আরিফা। কারণ ধুলোবালির ইনফেকশনে মারাত্মক শারীরিক সমস্যা তৈরি হওয়াতে বাধ্য হয়েছেন ২০১৭ সালেই ক্রিকেট খেলা ছাড়তে। রংপুরে নিজস্ব এক ক্রিকেট একাডেমি খুলে সেখানে মেয়েদের বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছেন। দেশে করোনা পরিস্থিতিতে সবকিছু স্থবির হয়ে পড়লে ঢাকা প্রিমিয়ার লীগে খেলা সাবেক এ মহিলা ক্রিকেটার দাঁড়িয়েছেন অসহায় মানুষদের পাশে। মহামারীর মাঝে পুরো রংপুর জেলায় অটোতে করে একাই খাবার পৌঁছে দেয়ার উদ্যোগ নেন ২২ বছর বয়সী আরিফা। বড় বোনের পরামর্শে এরপর গর্ভবতী মায়েদের পাশে এপ্রিলের ৩০ তারিখ থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তিনি। নিজের সব অর্থ দিয়ে সহায়তা করার পর এবার ওয়ানডে দলপতির উপহার বুঝে পেয়েছেন রংপুরের এই ক্রিকেটার। আরিফা এ নিয়ে বলেন, ‘এরপর ফেসবুক স্ট্যাটাস দেই, এখনই পৌঁছে যাবে গর্ভবতী মায়েদের কাছে খাবার। এটাতেও অনেক সাড়া পাই। তাঁদের নাম নাম্বার নিয়ে সমস্যা কথা শুনি। এরপর থেকে অটোতে করে প্রতিদিন আমি তাঁদের কাছে খাবার পৌঁছে দেই।’
×