ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাফুফের নির্বাচন ॥ ডেলিগেট ফরম বিতরণ নিয়ে বাদল রায়ের অভিযোগ খতিয়ে দেখবে বাফুফে

বিপিএলের ১৩ ক্লাবের ভোটার চূড়ান্ত

প্রকাশিত: ২১:০১, ৯ জুন ২০২০

বিপিএলের ১৩ ক্লাবের ভোটার চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২০ এপ্রিল হওয়ার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সভা ও এজিএম। নির্বাচন উপলক্ষে গঠিত কমিশন সিদ্ধান্ত নিয়েছিল ৩ এপ্রিল তফসিল ঘোষণা করার। কিন্তু করোনাভাইরাসের কারণে সরকার অফিস-আদালত বন্ধ ঘোষণা করলে বাফুফে নির্বাচন স্থগিত করে দেয়। ৩০ এপ্রিল শেষ হওয়া কথা ছিল বাফুফের বর্তমান কমিটির মেয়াদ। এর আগেই নির্বাচন করার বাধ্যবাধকতা ছিল। তাই বাফুফে নির্বাচন স্থগিত করলেও তার অনুমোদন প্রয়োজন ছিল ফিফার। ফিফা সে অনুমোদন দেয়ায় বাফুফের ৩০ এপ্রিলের পর এজিএম ও নির্বাচন করার কোন বাধা থাকেনি। পরিস্থিতির উন্নতি হলে এই মাসের তৃতীয় সপ্তাহে বাফুফের নির্বাচন নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত। করোনাকালে লম্বা হচ্ছে লাশের মিছিল। বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবুও শিথিল হয়েছে অঘোষিত লকডাউন। খুলেছে অফিসপাড়া। শুরু হয়েছে বাফুফের কার্যক্রমও। বাফুফের কাছে এখন প্রাধান্য পাচ্ছে নির্বাচন ইস্যু। তবে এখনই এ নিয়ে কোন তাড়াহুড়ো করতে রাজি নয় তারা। সরকারী ঘোষণা অনুসারে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করবে ফেডারেশন। তারপরই পরিস্থিতি বুঝে নেয়া হবে সিদ্ধান্ত। আপাতত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচনী কার্যক্রমে কারা সংশ্লিষ্ট থাকবেন তাদের তালিকা তৈরি করে রাখছে বাফুফে। বাফুফের এজিএম ও নির্বাচনে ভোটার ও ননভোটার, এই দুই ধরনের ডেলিগেট/কাউন্সিলর থাকেন। এবার ১৪৩ ভোটার, বাকিরা শুধু এজিএমে অংশ নেন। রবিবার ছিল বাফুফের সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি প্রেরণের শেষ দিন। বাফুফের নির্বাচনের ১৪৩ ভোটার নিম্নরূপ : জেলা ৬৪, বিভাগ ৮, বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্লাব ১৩, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের ক্লাব ১৩, প্রথম বিভাগ লীগের ক্লাব ১৩, দ্বিতীয় বিভাগ লীগের ক্লাব ১০, তৃতীয় বিভাগ লীগের ক্লাব ৮, শিক্ষা বোর্ড ৫, বিশ্ববিদ্যালয় ৬, মহিলা ক্রীড়া সংস্থা ১, রেফারিজ এ্যাসোসিয়েশন ১ ও কোচেস এ্যাসোসিয়েশন ১। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী থেকে একজন করে নন-ভোটার কাউন্সিলর অংশ নিতে পারবেন বাফুফের এজিএমে। বাফুফের দফতরে জমা হওয়া কাউন্সিলর তালিকা পর্যবেক্ষণের জন্য তিন সদস্যের একটি কমিটি আছে। বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী এবং নির্বাহী কমিটির দুই বর্ষীয়ান সদস্য হারুনুর রশিদ ও আবদুর রহিমকে নিয়ে গঠিত এ কমিটি কাউন্সিলরের তালিকা চূড়ান্ত করবে। এ কমিটি নিয়ে অবশ্য আপত্তি তুলেছেন বাফুফের সহসভাপতি এবং নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়া বাদল রায়। তিনি কিছু অভিযোগ তুলেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বিরুদ্ধেও। লিখিতভাবে এ অভিযোগ বাফুফেতে জমা দিয়েছেন বাদল। এই পরিপ্রেক্ষিতে সোহাগ জানিয়েছেন সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের নির্দেশক্রমে বাদল রায়ের অভিযোগপত্র পাঠিয়ে দেয়া হচ্ছে তিন সদস্যের এই কমিটি কাছে। বাদল রায়ের অভিযোগগুলো সোহাগ অস্বীকার করে বলেছেন, ‘গঠনতন্ত্রের বাইরে গিয়ে বাফুফে কোন কাজ করেনি।’ প্রিমিয়ার লীগের ক্লাবগুলোর ভোটার কারা? বাফুফের আসন্ন নির্বাচনে আবাহনী থেকে ভোট দেবেন ক্লাবের পরিচালক কাজী এনাম আহমেদ, মোহামেডানের পরিচালক মনজুর আলম, বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, শেখ জামাল ধানম-ি ক্লাবের সাফওয়ান সোবহান তাসবিব, শেখ রাসেল ক্রীড়া চক্রের মাকসুদুর রহমান, সাইফ স্পোর্টিং ক্লাবের ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম আবাহনীর তরফদার মোঃ রুহুল আমিন, আরামবাগ ক্রীড়া সংঘের এজাজ মোঃ জাহাঙ্গীর, ব্রাদার্স ইউনিয়নের মানেজার আমের খান, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের আরিফুল ইসলাম, রহমতগঞ্জের ইমতিয়াজ হামিদ সবুজ, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের শেখ মোঃ মারুফ হাসান এবং উত্তর বারিধারার জাকির হোসেন বাবুল। এদিকে কিছু বঞ্চিত বৈধ ডেলিগেটর সোমবার এক সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, বাফুফে নির্বাচন এর আগেও অনুষ্ঠিত হয়েছে। সবশেষ তিনটি নির্বাচনেও এমন ঘটনা ঘটেনি। যা আসন্ন বাফুফে নির্বাচন-২০২০ সামনে রেখে করা হচ্ছে।
×