ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ বিএনপির বাজেট ভাবনা

প্রকাশিত: ২০:৫৫, ৯ জুন ২০২০

আজ বিএনপির বাজেট ভাবনা

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেট সামনে রেখে আজ মঙ্গলবার জাতির সামনে দলীয় বাজেট ভাবনা তুলে ধরবে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উত্তরার বাসা থেকে দুপুর ১২টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ বাজেট ভাবনা তুলে ধরবেন বলে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উয়িং কর্মকর্তা শায়রুল কবির খান জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, করোনার প্রকোপ শুরুর পর দলের পক্ষ থেকে যে অর্থনৈতিক প্যাকেজ প্রস্তাবনা দেয়া হয়েছিল, সেই প্রস্তাবনা সামনে রেখেই আমরা একটা বাজেট ভাবনা দিচ্ছি। বাজেট কেমন হওয়া উচিত, সেটার একটা প্রস্তাব থাকছে। এতে করোনার কারণে সৃষ্ট চলমান পরিস্থিতি ও তার পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি এবং সঙ্কটগুলো চিহ্নিত করে এর সম্ভাব্য সমাধানের পথও তুলে ধরা হচ্ছে। জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দিয়েছে কৃষক দল ॥ সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনতে সারাদেশে সকল জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দল। সোমবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে এ স্মারকলিপি দেয়া হয় বলে সংগঠনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব হাসান জাফির তুহিন জানিয়েছেন।
×