ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় সীমিত পরিসরে ৬ দফা দিবস পালিত

প্রকাশিত: ২২:৪৪, ৮ জুন ২০২০

করোনায় সীমিত পরিসরে ৬ দফা দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ॥ প্রতিবছরের মতো ছিল না নানা কর্মসূচী কিংবা জনসমাগম করে কোন আনুষ্ঠানিকতা। প্রাণঘাতী করোনাভাইরাস সবকিছুই বদলে দিয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনেই রবিবার সীমিত কর্মসূচী নিয়ে ঢাকাসহ সারাদেশে পালিত হয়েছে ঐতিহাসিক ছয় দফা দিবস। ঐতিহাসিক এ দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বঙ্গবন্ধুর নিজের হাতে গড়া এ দল এবং সহযোগী সংগঠনের নেতারা জাতির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে ঐতিহাসিক এই দিনটির কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রবিবার ধানম-ির ৩২ নম্বর সড়কের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, মুজিব শতবর্ষে এবারের ৭ জুন হওয়ায় এর তাৎপর্য অনেক গভীর, তবে করোনা পরিস্থিতিতে এবারকার ৬ দফা দিবস ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে। শ্রদ্ধা নিবেদনের এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সাখাওয়াত হোসেন শফিক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, আ খ ম জাহাঙ্গীর, মেহের আফরোজ চুমকি ও শাহাব উদ্দিন ফরাজী। পরে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠন ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রকৃতপক্ষে জাতির মনন তৈরি করার জন্য, ধীরে ধীরে যাতে জাতি স্বাধীনতার দিকে যায়- সে লক্ষ্যেই ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করেছিলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মনি সিংহ জাতির পিতার ৫৩তম জন্মদিনে তাঁর বক্তৃতায় বলেছিলেন- ১৯৫১ সালে বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন বঙ্গবন্ধু এবং এজন্য মনি সিংহকে চিঠি লিখেছিলেন- এতে তার সমর্থন আছে কি না। তিনি বলেন, পাকিস্তান সৃষ্টির পর থেকেই বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন যে, আসলে এই পাকিস্তানের মাধ্যমে বাঙালী অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। সে জন্যই তিনি বহু আগেই স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন এবং নানা আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৬৬ সালে ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করেছিলেন জাতির মনন তৈরির লক্ষ্যে, স্বাধীনতার লক্ষ্যে। স্বাধীনতার পঞ্চাশ বছর পরও বিএনপি ‘স্বাধীনতাবিরোধীদের পৃষ্ঠপোষকতা’ করছে অভিযোগ করে ড. হাছান মাহমুদ বলেন, তাদের দলের মধ্যেও বহু স্বাধীনতাবিরোধী আছে। এখনও স্বাধীনতার পক্ষ-বিপক্ষের শক্তি নিয়ে আমাদের কথা বলতে হয়, স্বাধীনতার প্রায় ৫০ বছর পর এটি অত্যন্ত দুঃখজনক।
×