ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত

প্রকাশিত: ২২:৪৩, ৮ জুন ২০২০

নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত

বিশেষ প্রতিনিধি ॥ রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের কেন্দ্রীয় মুখপাত্র সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার চিকিৎসায় গঠিত উচ্চ পর্যায়ের মেডিক্যাল টিমের সদস্যরা রবিবার দুপুরে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে জানিয়েছেন, এখনও জাতীয় এই নেতার শারীরিক অবস্থা আগের মতোই সঙ্কটাপন্ন। মেডিক্যাল বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া রবিবার হাসপাতালে গিয়ে মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা (মেডিক্যাল বোর্ড) শনিবার বিকেলে যে অবস্থা দেখেছিলাম, আজকেও (রবিবার) তিনি একই অবস্থায় আছেন। প্রায় ২৪ ঘণ্টা হতে চলেছে, এর মধ্যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার অবস্থার কোন উন্নতিও হয়নি, অবনতিও হয়নি। ওনার পালস আগে যেভাবে চলছিল সেভাবেই চলছে।’ এ সময় মোহাম্মদ নাসিমের অবস্থা আগেরই মতোই সঙ্কটাপন্ন বলেও জানান তিনি। ডাঃ কনক কান্তি বড়ুয়া আরও বলেন, প্রতি ঘণ্টায় বা ২৪ ঘণ্টা পরপর রোগীর শারীরিক অবস্থা কেমন হচ্ছে তা নিয়ে আমরা রিপোর্ট দিয়ে থাকি। তবে প্রাথমিকভাবে দুই তিন বা চার দিন দেখে একটা সামআপ করে রোগীর সেটা বলা হয়। এছাড়া সিটিস্ক্যানসহ অনেক পরীক্ষা করেও ব্রেনের অবস্থা আমরা বুঝতে পারি। কিন্তু শনিবার ও আজ (রবিবার) যে অবস্থা দেখেছি তাতে বলা যায় তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে অনেক ধরনের সাপোর্ট দেয়া আছে। সেজন্য ঝুঁকির কারণে এখনই সিটিস্ক্যান করা যাচ্ছে না। তার শরীরের অবস্থা আরেকটু উন্নতি হলেই সিটিস্ক্যান করা হবে। মোহাম্মদ নাসিমের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে জানান, ‘তার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড রবিবারও শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তারা জানিয়েছেন, অবস্থা একটু উন্নতি হলেই সিটিস্ক্যান করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’ গত ১ জুন জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানেই করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে ওই পরীক্ষার ফল পজিটিভ আসে। হাসপাতালের চিকিৎসায় তার শারীরিক অবস্থা বেশ উন্নত হলেও শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদ নাসিমের ব্রেন স্ট্রোক হয়। তাৎক্ষণিক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান নিউরো সার্জন অধ্যাপক ডাঃ রাজিউল হকের নেতৃত্বে কয়েক ঘণ্টায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার সফল হয়। সফল অস্ত্রোপচার হলেও এখনও তার মাথার ভেতরে বেশ কিছু রক্ত জমাট বেঁধে আছে। স্ট্রোকের পর থেকেই তিনি অচেতন অবস্থায় আছেন। এদিকে মোহাম্মদ নাসিমের চিকিৎসায় ন্যাশনাল ইনস্টিটিউট ও নিউরো সায়েন্সের পরিচালক প্রফেসর ডাঃ কাজী দ্বীন মোহাম্মদ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডাঃ কনক কান্তি বড়ুয়াসহ ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মোহাম্মদ নাসিমের পুত্র সাবেক এমপি তানভীর শাকিল জয় ও চিকিৎসকের সঙ্গে কথা বলে তার সর্বশেষ শারীরিক অবস্থাসহ সার্বিক খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে ওয়ান ইলেভেনের সময় কারাবন্দী অবস্থায় প্রথম দফায় স্ট্রোক করেছিলেন মোহাম্মদ নাসিম। এবার দ্বিতীয়বার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। একাধিকবার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করা কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের আশু রোগমুক্তি কামনায় ঢাকাসহ তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ ও কাজিপুরে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
×