ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলতি সপ্তাহেই শুরু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

প্রকাশিত: ২২:৩১, ৮ জুন ২০২০

চলতি সপ্তাহেই শুরু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

আজাদ সুলায়মান ॥ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চলতি সপ্তাহেই শুরু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। আজ সোমবার এই বিষয়ে ঘোষণা দিবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ফ্লাইট চালানোর ক্ষেত্রে বেশ কয়েকটি কঠোর শর্ত জুড়ে দেয়া হচ্ছে। শর্তের ব্যত্যয় ঘটলে ফ্লাইট বাতিল করারও হুঁশিয়ারি দেয়া হবে। ফ্লাইট চালানোর সময় যাত্রী ও বিমান কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মানতেই হবে। এতে আমূল বদলে যাবে আকাশ পথের রুট। সামজিক দূরত্ব মেনেই যাত্রীদের আসন বন্টন করা হবে। এতে যাত্রীদের ভাড়াও বেড়ে যাবে। প্রথম ফ্লাইট চলবে লন্ডন ও কাতার রুটে। তারপর পর্যায়ক্রমে বিশ্বের সব রুটেই ফ্লাইট চলবে। গত ১ জুন থেকে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এক্ষেত্রে নিজেদের সফল মনে করায় বেবিচক আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান গতকাল দৈনিক জনকণ্ঠকে বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। আশাকরি চলতি সপ্তাহেই ফ্লাইট চালু করতে পারব। অর্থাৎ ১০ জুনের পর যে কোন দিন ফ্লাইট চালু হতে পারে। তিনি বলেন, আজ (সোমবার) ফ্লাইট চালুর ব্যাপারে বিস্তারিত জানানো হবে। ইতোমধ্যে সীমিত আকারে পহেলা জুন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু করেছি। এতে আমরা সফলতা পাচ্ছি। ফ্লাইট চলাচলের ব্যাপারে বেশ কিছু শর্ত থাকবে। শর্ত না মানলে ফ্লাইট চলতে দেয়া হবে না। বেবিচকের এক কর্মকর্তা জানান, চলতি সপ্তাহেই যুক্তরাজ্য ও কাতারে ফ্লাইট চলাচলের মাধ্যমে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দুইদেশের দু’টির এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। বেবিচকের অপর এক কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে অনেক বিদেশী ও অনাবাসী বাংলাদেশী দেশে ফিরবে। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা কিংবা একসঙ্গে এত যাত্রীকে ম্যানেজ করার বিষয়ে এখনও প্রস্তুতি সম্পন্ন করা হয়নি।
×