ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ১০২ জন

প্রকাশিত: ১৬:১৫, ৭ জুন ২০২০

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ১০২ জন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ করোনা সংক্রমণের হটস্পট নারায়ণগঞ্জে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫শ’ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৫শ’ জনে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত এ জেলা করোনাভাইরাসে মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১০ জন। আজ রবিবার জেলা সিভিল সার্জন অফিসের নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। জেলা সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে আরো জানা যায়, নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন ও সদর এলাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সিটি এলাকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১২৯৫ জন, সদর উপজেলায় ৯৯০ জন, বন্দর উপজেলায় ১০৩ জন, আড়াইহাজারে ২৮৮ জন, সোনারগাঁয়ে ২৮৫ জন ও রূপগঞ্জে ৫৩৯ জন। সিটি কর্পোরেশন এলাকায় করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৫৩ জন, সদরে ১৮, বন্দরে ২, রুপগঞ্জে ২, সোনারগাঁয়ে ৮ জন ও আড়াইহজাজারে ২ জন।
×