ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশ কনস্টেবলসহ ২৬ জনের করোনা আক্রান্ত

প্রকাশিত: ১৫:৩৮, ৭ জুন ২০২০

দিনাজপুরে স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশ কনস্টেবলসহ ২৬ জনের করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য কর্মকর্তা ও এক পুলিশ কনস্টেবলসহ নতুন করে ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৫ জন। শনিবার রাতে দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১শ’ ৮৮ জনের নমুনা পরীক্ষা করে জেলায় ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, বীরগঞ্জের তিনজন, চিরিরবন্দরের দুইজন, কাহারোলের একজন ও বোচাগঞ্জের একজন রয়েছেন। সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় এক বছর বয়সী মেয়ে ও সাত বছর বয়সী ছেলেও রয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৫ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।
×